অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া : ফের অভিশপ্ত রেলযাত্রা।  ঝাড়খণ্ডে চক্রধরপুর ডিভিশনে আবার বেলাইন হল এক্সপ্রেস ট্রেন। এবার লাইনচ্যুত হল ১৮ টি কামরা।  হাওড়া-মুম্বই মেল লাইনচ্যুত হয়ে ইতিমধ্যেি ২ জনের মৃত্যুর খবর এসেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আহতর সংখ্যা বাড়তে পারে। 


ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের সরাইকেলা-রাজাখারসওয়ান জেলায় বরাবাম্বু স্টেশনের কাছে হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনে দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, এর ৩-৪ মিনিট আগে উল্টোদিক থেকে আসা একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়। তার একটি বগি ছিটকে পাশে মুম্বই-হাওড়া মেলের লাইনে গিয়ে পড়ে। ওই বগির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনটি।


এই দুর্ঘটনার পর ওই লাইনে একাধিক ট্রেন বাতিল হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের বদল করা হয়েছে রুট। 


বাতিল করা হয়েছে ( Trains Cancelled )  - 



  •  হাওড়া কাটপদি এক্সপ্রেস ( 22861 Howrah - Katpadi Express ) 

  •  খড়গপুর - ধানবাদ এক্সপ্রেস ( 08015/18019 Kharagpur - Dhanbad Express )

  • হাওড়া বারবিলের আপ ও ডাউন ট্রেন ( 12021/12022 Howrah - Barbil - Howrah Express ) 

  •  আসানসোল - টাটা এক্সপ্রেস ( 13512/13511 Asansol - Tata - Asansol Express )  

    গতি পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে - 

  • আরা থেকে দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস ( 13288 Ara - Durg South Bihar Express ) ট্রেনটি ঘোরানো হয়েছে। ট্রেনটি যাবে আসানসোল, জয়চণ্ডী পাহাড়, ভোজুধি - বোকারো স্টিল সিটি কোটশীলা, মুরি, নুয়াগাঁও, রৌরকেল্লা হয়ে। 

  • 08173 Asansol - Tata MEMU ট্রেনটির গতিপথ ছোট করা হয়েছে। চলবে আদ্রা অবধি। 


রেলসূত্রে খবর , দুর্ঘটনার সময়  সেই ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। দুর্ঘটনার পরেই চক্রধরপুর থেকে রওনা দেয় রিলিফ ট্রেন। শুরু হয়েছে উদ্ধারকাজ। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। যার নম্বর, 033-26382217 ও 94333-57920.


                                                        


ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ' 'ফের একটা ভয়াবহ রেল দুর্ঘটনা । ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন, এই মৃত্যুমিছিল চলছে রেল ট্র্যাকে, এই কি সরকার চলার নমুনা? কতদিন আমরা এসব সহ্য করব?' 


আরও পড়ুন :


হাতে হাত মানুষ ও AI-র, আগামী দিনে বাংলায় শিকড়েই ধরা পড়বে স্তন ক্যান্সার? এল বড় খবর