সুনীত হালদার, হাওড়া: হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে জট কাটতে চলেছে। আগামী কয়েকমাসের মধ্যে নির্বাচন হবার সম্ভাবনা। হাওড়া পুরসভার ৫০ টি ওয়ার্ড ভেঙে ৬৬ টি ওয়ার্ড করা হয়েছে।এনিয়ে আপত্তি ছিল বিরোধীদের। আজ হাওড়া জেলা শাসকের দপ্তরে ওয়ার্ড পুনর্বিন্যাস ও ভোটার তালিকা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সেখানে শাসক ও বিরোধী দলের প্রতিনিধিরা অংশ নেন।


'আজ বৈঠক ইতিবাচক হয়েছে'


বৈঠক শেষে বিরোধীরা জানান ভোটার তালিকা ও ওয়ার্ড পুনর্বিন্যাস সঠিক পদ্ধতি মেনে হয়নি। নির্বাচন হোক তারা চান কিন্তু সঠিক পদ্ধতি মেনে করতে হবে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে জানানো হয় যে, বিরোধীদের কাজ হলো বাধা দেওয়া।আজ বৈঠক ইতিবাচক হয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাস এর তালিকা চূড়ান্ত হয়েছে।এরপর সংরক্ষনের তালিকা প্রকাশের পর নির্বাচন হবে কয়েকমাসের মধ্যেই।এমনটাই মনে করছেন তারা হাওড়ার মহকুমা শাসক তরুণ ভট্টাচার্য জানান তারা সবরকম পদ্ধতি ও নির্দেশ মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস করেছেন।বিরোধীদের অভিযোগ বিবেচনা করা হয়েছে।আজ সর্বদলীয় বৈঠকে সবকিছুই পরিষ্কারভাবে জানানো হয়।এরপর খুব দ্রুত ওয়ার্ডের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।তারপর সংরক্ষনের তালিকা প্রকাশ করা হবে।যেটা হলো নির্বাচনের আগের ধাপ।গতকাল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন পঞ্চায়েত ভোটের সাথে হাওড়ার পুর ভোট হবে।আজকের সর্বদলীয় বৈঠক ফলপ্রসূ হবার পর তাই মনে করা হচ্ছে হাওড়া পুরনির্বাচনে ঢাকে কাঠি পড়লো। 


হাওড়া পুরসভার নির্বাচন জট


২০২১ সালের ১২ নভেম্বর, বিধানসভায় (Assembly) হাওড়া পুরসভা সংশোধনী বিল পাস হয়। ৫০ ওয়ার্ডের হাওড়া পুরসভা থেকে আলাদা করা হয় বালি পুরসভা। ২০১৮ সালের ডিসেম্বরে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু ভোট হয়নি। তার বদলে হাওড়া পুরসভার মাথায় বসানো হয় প্রশাসক। কোভিড পরিস্থিতির পর ফের সরগরম হয় হাওড়া পুরসভা। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রবল দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাজ্য সরকার। হাওড়া পুরসভা (সংশোধনী) বিলে রাজ্যপালের সই নিয়ে টানাপড়েনের জেরে থমকে যায় ভোট প্রক্রিয়া। হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করা নিয়েও শোরগোল হয়। 


আরও পড়ুন, পুরীতে পুজো দিতে যাওয়ার পথে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ, মৃত চালক-সহ ৩


প্রশাসন সূত্রে খবর, আগামী বছর ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে পঞ্চায়েত ভোট হতে পারে। ২০১৮ সালের গত পঞ্চায়েত নির্বাচনে দুরন্ত ফল করেছিল তৃণমূল। যদিও তারপরে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বড়সড় ধাক্কা খেয়েছিল তৃণমূল। যদিও সেই ধাক্কা কাটিয়ে উঠেছে বিধানসভা নির্বাচনে। সেখানে দুরন্ত কামব্যাক হয়েছে তৃণমূলের। ফের তারপরে বছর ঘুরতে না ঘুরতেই বড়সড় রাজনৈতিক অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল।