সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : তৃণমূল (TMC) বোমা, গুলি বার করলেও প্রতিরোধ করব। প্যান্ডেল করে ভোট বাক্স পাহারা দেব। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মধ্যমগ্রামে (Madhyamgram) দলীয় সভায় শাসকদলকে প্রতিরোধের বার্তা দিলেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। তাঁর বক্তব্য সমর্থন করেছে বিজেপি (BJP)। যদিও তাতে আমল দিতে নারাজ তৃণমূল (TMC)।
জারি হুমকি-হুঁশিয়ারি
আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। তার কয়েকমাস আগে থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন দলের নেতাদের তাল ঠোকাঠুকি। শাসকদলের নেতাদের মুখেও লাগাতার শোনা যাচ্ছে হুমকি-হুঁশিয়ারি। এই প্রেক্ষাপটেই দলীয় সভা থেকে এবার তৃণমূলকে প্রতিরোধের বার্তা দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী মধ্যমগ্রামের সভা থেকে দলীয় সমর্থকদের উদ্দেশে বলেছেন, 'দেখব কত তোমার বোমা-গুলি আছে। আমাদের নমিনেশন আটকাতে পারো। শুধু নমিনেশন নয়, আমরা যখন ভোট দিতে যাব এলাকায় মস্তানকে কীভাবে জব্দ করতে হয়। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে একইভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেব। ভোট দিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। গণনাকেন্দ্র পর্যন্ত, গণনাকেন্দ্রের বাইরে যে ১০০ মিটার, ৩০০ মিটার, ১৪৪ থাকে তার বাইরে দু’দিন হোক, তিন দিন হোক, যতদিন পর্যন্ত ওই ব্যালেট বক্সগুলো থাকবে আমরা সাধারণ মানুষ, আইএসএফের কর্মীরা ঐক্যবদ্ধভাবে হয়ে প্যান্ডেল করে থেকে, আমরা আমাদের ভোট পাহারা দেব'
রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচনের ইতিহাস
২০১৮-র পঞ্চায়েত ভোটে অশান্তি.. বোমাবাজি.. গোলাগুলির সাক্ষী থেকেছে বাংলা। সেই প্রসঙ্গ তুলেই আইএসএফ বিধায়কের বক্তব্যকে সমর্থন করেছে বিজেপি। বারাসাতের বিজেপি নেতা তাপস মিত্র বলেছেন, '১৮ সালের নির্বাচনে তৃণমূল যে হারে সন্ত্রাস করেছে তা মানুষ ভুলে যায়নি। আগামী পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস রুখতে হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে'। যদিও গোটা বিষয়টিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। বারাসাতের তৃণমূল নেতা শম্ভু ঘোষ বলেছেন, 'আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজনীতির অ-ক-খ জানেন না। গুরুত্ব দিই না। এই সমস্ত হুঁশিয়ারি বা হুমকিতে তৃণমূল শঙ্কিত বা আতঙ্কিত নয়।'
সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের অনেক আগে থেকেই সেনিয়ে তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
আরও পড়ুন- 'জোট' বেঁধে সব আসন জয় বাম-বিজেপির, পূর্ব মেদিনীপুরের সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে