সুনীত হালদার, ভাস্কর ঘোষ, হাওড়া: সালকিয়া বেনারস রোডে এক ব্যবসায়ীর (Businessman) কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনতাই-র অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। তারা চাইছেন এলাকায় পুলিশি টহলদারি আরও বাড়ানো হোক।


জানা গিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ সালকিয়ার চাল, ডাল ,তেল, মশলার পাইকারি ব্যবসায়ী সজ্জন সিংহানিয়া যখন দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় বেনারস রোডের ওপর দুই বাইক আরোহী তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। ওই ব্যাগে পাঁচ লক্ষ টাকা এবং ব্যবসার জরুরি কাগজপত্র ছিল। ছিনতাইবাজদের মাথায় হেলমেট ছিল। তারা ছিনতায়ের পর দ্রুত গতিতে বামনগাছি ব্রিজের দিকে চলে যায়। মুহূর্তের মধ্যেই ঘটনা ঘটার পর ওই ব্যবসায়ী রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। যদিও ছিনতাই এর সময় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। আজ সকালেও পুলিশের একটি তদন্তকারী দল তদন্তে আসে। পুলিশ জানিয়েছে রাস্তার ধারে সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ওই ব্যবসায়ী মালিপাচঘড়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। 


আরও পড়ুন, ফের মানিক ঘনিষ্ঠ তাপসকে ইডির জিজ্ঞাসাবাদ


সম্প্রতি মালদায় এমনই ঘটনা ঘটে মালদায়।  দিনভর পরিশ্রমের পর বাড়ি ফিরছিলেন মালদার এক ব্যবসায়ী। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে পড়েন আইসক্রিম বিক্রেতা। খোয়ালেন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত সব টাকা। আবার দুষ্কৃতীদের ছুরির আঘাতে ক্ষতবিক্ষতও হন। আহত আইসক্রিম বিক্রেতার নাম মিনাল হোসেন। বয়স ৩৫ বছর। চাঁচল থানার অন্তর্গত কলিগ্রামের যদুপুর এলাকাতেই বাড়ি তাঁর। বাড়ি থেকে অনতিদূরেই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা করে এবং সব ছিনতাই করে চম্পট দেয়।আহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতোই ঠেলাগাড়িতে আইসক্রিম নিয়ে বেরিয়েছিলেন মিনাল। এদিক ওদিক ঘুরে বিক্রিবাটার পর রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় মল্লিকপাড়া এলাকায়, রাতের অন্ধকারে তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। রাস্তায় আটকে দাঁড়ায়। এর পর ওই আইসক্রিম বিক্রেতাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছিনিয়ে নেওয়া হয় সঙ্গে থাকা সব টাকা-পয়সা। বাধা দিতে গেলে যুবকের শরীরে এলোপাথাড়ি ছুরি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। তাতে বুকে, হাতে এবং প্রায় সারা শরীরই ক্ষতবিক্ষত হয়ে যায় মিনালের।