পারথ: ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম দুই ম্যাচেই দুরন্ত জয় পেয়েছে। তবে টিম ইন্ডিয়ার জয়েও বড় চিন্তার কারণ দলের তারকা ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ফর্ম। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে যথাক্রমে ৪ ও ৯ রান করেন রাহুল। রাহুলের খারাপ ফর্মের ফলে অনেকেই দাবি করছেন তাঁকে দল থেকে বাদ দিয়ে বরং ঋষভ পন্থকে (Rishabh Pant) প্রথম একাদশে সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই তত্ত্ব সরাসরি খারিজ করে দিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)।


রাহুলে আস্থা


কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগেরদিন আজ সাংবাদিক সম্মেলনে বিক্রম বলেন, 'আমরা এই বিষয়ে (রাহুলের পরিবর্তে পন্থকে দিয়ে ওপেন করানো) কিছুই ভাবছি না। আমার মনে হয় না (রাহুলকে বাদ দেওয়ার জন্য) এটুকু যথেষ্ট। ও যথেষ্ট ভাল ব্যাটিং করছে এবং অনুশীলন ম্যাটগুলিতেও রান পেয়েছে। সুতরাং, এখনই আমরা কিছুই বদল করছি না।'


পাওয়ার প্লেতে রাহুলের মন্থর ব্যাটিং নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে রাহুলের মন্থর ব্যাটিং রোহিতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছ। কিন্তু এই বিষয়েও বেশি চিন্তাভাবনা করতে নারাজ রাঠৌর। তাঁর দাবি, 'প্রত্যেক খেলোয়াড়ই ভিন্ন ভিন্ন ভাবে নিজেদের ইনিংস গড়েন এবং প্রত্যেকের খেলার ধরনও ভিন্ন। একটা ভাল পার্টনারশিপে তো দুই ক্রিকেটার একে অপরের পরিপূরক হন। যদি রাহুল ফর্মে ফিরে আসেন, তাহেল ও কিন্তু শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারে।'


পন্থের অপেক্ষা!


টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ঋষভ পন্থ ভারতীয় দলে সুযোগ পাননি। দীনেশ কার্তিককেই উইকেটকিপার হিসাবে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। বিক্রম রাঠৌরের কথা শুনে একটা বিষয় স্পষ্ট। পন্থকে নিজের সুযোগের জন্য এখনও অপেক্ষা করতে হবে। 'দুর্ভাগ্যবশত দলে ১১ জনই খেলতে পারে। আমরা জানি পন্থ যে প্রতিপক্ষকেই একা হাতে হারানোর ক্ষমতা রাখেন। তবে আমি ওকে বলব ও যেন প্রস্তুত থাকে। যে কোনও সময়ই ওর ডাক পড়তে পারে। মানসিক ও শারীরিকভাবে ওর সবসময় প্রস্তুত থাকাটা জুরুরি এবং ও সেটা করছেও। আমি নিশ্চিত, সুযোগ পেলে ও ভাল পারফর্ম করবে।' মত ভারতের ব্য়াটিং কোচের।


আরও পড়ুন: মেলবোর্নে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ভনের