সুনীত হালদার, হাওড়াঃ হাওড়া স্টেশনে (Howrah Station) আরপিএফ-র (RPF) হাতে আটক এক যাত্রী (Rail Passenger)। উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। আজ দুপুরে চম্বল এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢোকে সেই সময় এক যাত্রী প্লাটফর্ম দিয়ে হেঁটে বাইরে বেরোনোর চেষ্টা করেন।তখনই তাঁর ব্যাগে তল্লাশি চালালে জওয়ানরা ৩৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করে জওয়ানরা।
গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ এর জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সূত্রে খবর আটক ব্যক্তির নাম রাজকুমার সোনি। বয়েস হয়েছে ৫২ বছর। বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে। তাঁর ব্যাগে তল্লাশি চালালে জওয়ানরা ৩৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করে। এই টাকা ওই যাত্রী কোথা থেকে কী উদ্দেশ্যে নিয়ে আসছিল ? সে ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি। এমনকি ওই টাকার সাপেক্ষে প্রমাণ স্বরূপ কোনও নথিও দেখাতে পারেননি। এরপরই সমস্ত টাকা বাজেয়াপ্ত করে আরপিএফ। খবর দেওয়া হয় কলকাতার আয়কর দপ্তরে। সেখান থেকে আধিকারিকরা ছুটে আসেন। তারাও তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সমস্ত টাকা আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেন। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই টাকা হাওলার মাধ্যমে পাচার হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে আয়কর দপ্তর।
আরও পড়ুন, 'এরা সরাসরি ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত', শপথ গ্রহণের দিনে বিস্ফোরক শুভেন্দু
প্রসঙ্গত, রাজ্য জুড়ে একের পর এক টাকা উদ্ধার হওয়ার ঘটনা ঘটেই চলেছে। গোপন সূত্রে খবর পেয়ে, সম্প্রতি পাঁচ বস্তা কয়েন টাকা উদ্ধার করল বীরভূমে নানুর থানার পুলিশ। আজ মুর্শিদাবাদ থেকে কলকাতাগামী একটি বাসে নিয়ে যাচ্ছিল এই এক ও দুই টাকার কয়েন টাকা বস্তায় ভরে। গোপন সূত্রে খবর পেয়ে নানুর থানার পুলিশ,বীরভূম ও বর্ধমান সীমানাবর্তী পালিতপুর এলাকা গাড়ী থামিয়ে উদ্ধার করা হয় এই টাকা গুলি। একই ধরণের আরও একটি ঘটনা ঘটেছে এই জেলাতেই। নকল সোনার কয়েন বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে দুজন। কলকাতার বাগনানের এক ব্যক্তিকে প্রায় দুলক্ষ টাকার বিনিময়ে নকল কয়েন বিক্রির মতলব ছিল ধৃত জহিরুল শেখ ও কাজল শেখের। কিন্তু সেই খবর গোপন সুত্রে জানতে পেরে যায় সাঁইথিয়া থানার পুলিশ । এরপরই ওই দুজনকে পিছু ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ। তবে এখানেই শেষ নয়, রাজ্যে রাজনৈতিক ব্যাক্তিদের ঘনিষ্ঠদের থেকেও বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে উত্তাল রাজ্য-রাজনীতি। এহেন সময়েই ফের হাওড়ার টাকা উদ্ধারের ঘটনা ঘটল আজ।