সুনীত হালদার, হাওড়া: ডিভিসির ছাড়া জলে হাওড়ার আমতায় ভেসে গেল দুটি বাঁশের সেতু। ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আমতা দু'নম্বর ব্লকের ভাটোরা দীপাঞ্চল। গত কয়েকদিনে ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে বাড়তে থাকে মুণ্ডেশ্বরী নদীর জলস্তর। দফায় দফায় বৃষ্টির জেরে ফুলে ফেঁপে ওঠে নদী।
আরও পড়ুন, লালবাজার থেকে ছাড়া পেলেন সুকান্ত, জোর কটাক্ষ অভিষেককে, 'পিসির আঁচলের তলায় থেকে হাডুডু খেলতে বলুন..'
গতকাল গভীর রাতে ঢেউয়ের ধাক্কায় আমতার দু'নম্বর ব্লকের গায়েন পাড়া এবং কুলিয়ায় দুটি বাঁশের সেতু ভেঙে যায়। যদিও হুগলির সঙ্গে সংযোগকারী জাঙ্গিপাড়ায় বাঁশের সেতুটি এখনও কোনওরকমে টিকে আছে। যে কোনও মুহূর্তে ভেসে যেতে পারে। এর ফলে চরম দুর্ভোগে পড়েন কয়েক হাজার ভাটোরা দীপাঞ্চলের বাসিন্দারা। হাওড়ার মূল ভূখণ্ডে আসতে তাদের সমস্যা হয়। নদী পেরোতে না পেরে তাঁরা দ্বীপে আটকে পড়েন। ঘটনার খবর প্রশাসনের নজরে আসতেই ফেরি সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। নৌকা এবং ছোট ছোট ভটভটিতে যাত্রীদের পারাপার করা হচ্ছে। স্থানীয় বিধায়ক সুকান্ত পাল, জানিয়েছেন বিকল্প ব্যবস্থা হিসাবে ফেরি সার্ভিস চালু হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর আছে। যাত্রীদের যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থা করা হচ্ছে।