সুনীত হালদার, হাওড়া: ট্রেনের কামরায় মদ্যপানের প্রতিবাদ করায় এক রেল কর্মীকে (Rail Employee) বেধড়ক মারধর করার অভিযোগ রেলের সাফাই কর্মীদের বিরুদ্ধে। গতকাল ঘটনাটি ঘটে আসানসোল স্টেশনে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় একজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে।


ঠিক কী হয়েছিল ?


আরপিএফ সূত্রে খবর, গত ৮ অক্টোবর হাওড়া কারশেডের ইলেকট্রিক্যাল মেইন্টেন্স বিভাগের কর্মী শিবশঙ্কর দত্ত অন্যান্য রেল কর্মী পরিবারের সঙ্গে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। গত ১৯  অক্টোবর রাতে বাড়ি ফেরার জন্য তিনি জম্মু স্টেশনে জম্মু তাওয়াই এক্সপ্রেসে ওঠেন। সেই সময় শিবশংকরবাবু লক্ষ্য করেন বি ৩ কোচে তার উল্টো দিকের বসার আসনে বসে এক এজেন্সির অধীনে চুক্তিবদ্ধ রেল কর্মী মদ্যপান করছেন। এই ঘটনায় তিনি প্রতিবাদ করেন। তাতেও কোন কাজ না হওয়ায় তিনি সরাসরি আরপিএফ জওয়ানদের জানান। এরপর আরপিএফ জওয়ানরা তার মদের বোতল কেড়ে নেন এবং তাকে অন্য আসনে সরিয়ে দেয়।


শিবশঙ্করবাবুকে বেধড়ক মার


এরপর শত্রুধন রাম নামে ওই সাফাই কর্মী বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন। গতকাল বিকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ ট্রেনটি যখন আসানসোল স্টেশনে পৌঁছায় তখন হঠাৎই ১০-১২ জন সাফাই কর্মী  লাঠি, লোহার রড নিয়ে ওই কোচে চড়াও হয় বলে অভিযোগ। তারা শত্রুধনের লাগেজ নামিয়ে নেওয়ার পর শিবশঙ্করবাবুকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। আহত অবস্থায় কোচের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। পরে চিকিৎসক এসে তাকে পরীক্ষা করেন। এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন ওই রেল কর্মী। তিনি গোটা ঘটনাটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন রানীগঞ্জ স্টেশনের ম্যানেজারের কাছে। এর পাশাপাশি আজ চিতপুর রেল স্টেশনের জিআরপি থানাতে  তিনি অভিযোগ দায়ের করবেন।


আরও পড়ুন, 'মমতাকে ভগবান পাঠিয়েছে মানুষের কাজ করার জন্য', লতা, সচিনের সঙ্গে তৃণমূল নেত্রীর তুলনা রাজের


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, চলন্ত টেনে ধূমপান এবং মদ্যপান নিষিদ্ধ। এ নিয়ে তারা নিয়মিত প্রচার করেন। তা সত্ত্বেও এই ঘটনা ঘটায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রেল পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। বাকিদেরও গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি।আহত শিবশংকরবাবু হুগলির গোবরার  বাড়িতেই  এখন চিকিৎসাধীন রয়েছেন। তার হাতে, পায়ে এবং বুকে চোট রয়েছে।