সুনীত হালদার, হাওড়া: গত ২২ মে হাওড়া থানার অন্তর্গত আই আর এস বেলিলিয়াস লেনের একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার হয়। তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হাওড়া (Howrah) সিটি পুলিশের গোয়েন্দাদের পাশাপাশি তদন্ত শুরু করেছিল হাওড়া থানার পুলিশ।  হাওড়ায় রাজমিস্ত্রি খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করল মূল অভিযুক্তকে। ধৃত অভিযুক্তর নাম রাজু সিংহ।


পুলিশের হাতে গ্রেফতার রাজমিস্ত্রি খুনে মূল অভিযুক্ত-


পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ায় রাজমিস্ত্রি খুনের (Murder) ঘটনার তদন্ত করতে গিয়ে গোপন সূত্র মারফত তাঁরা জানতে পারেন যে, ঘটনার পরই কলকাতা থেকে অভিযুক্ত রাজু পালিয়ে যায় আসানসোলে। পরে পুলিশ তাকে টোপ দিয়ে হাওড়ায় ডেকে নিয়ে আসে। অভিযুক্ত রাজু সিংহ হাওড়ায় আসার পরই তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, পুলিশের জেরাতে মূল অভিযুক্ত রাজু সিংহ স্বীকার করে নিয়েছে যে, ২০০ টাকার জন্য নিজের বন্ধু বাবলু সিংহকে সে খুন করেছে। আজ অভিযুক্তকে হাওড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়েছে।


আরও পড়ুন - Howrah News: মত্ত চালকের হাতে স্টিয়ারিং, গাড়ি, বাইক গুঁড়িয়ে ফুটপাতে লরি, মধ্যরাতে দুর্ঘটনা বালি খালের কাছে


প্রাথমিক তদন্তে জানতে পারা গিয়েছে যে, ঝাড়খণ্ডের (Jharkhand) বাসিন্দা বাবলু সিংহ ও রাজু সিংহ দুজনে একসঙ্গে হাওড়ার বেলিলিয়াস রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। দুজনেই পেশায় রাজমিস্ত্রি। সেখানে থেকেই প্রতিদিন জন মজুরির কাজ করতেন দুজনে। সম্প্রতি টাকা নিয়ে বচসা বাধে দুই বন্ধুর মধ্যে। ২০০ টাকা কম পাওয়ার রাগে বন্ধু বাবলু সিংহকে খুন করে পালায় রাজু। পুলিশের কাছে জেরায় সমস্ত ঘটনা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। শোনা যায়নি কোনও চিৎকার-চেঁচামেচি! ঘরের মধ্যে নেই কোনও ধস্তাধস্তির চিহ্নও! এ দিকে রক্তে ভেসে যাচ্ছে ঘর। আর বিছানার ওপর পড়ে রয়েছে নিথর দেহ। বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তিকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার বেলিলিয়াস লেনে।