আসানসোল : আসানসোলে (Asansol) পানীয় জলের সঙ্কটের অভিযোগে রাস্তায় নামলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোল পুরসভার সামনে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন আসানসোল দক্ষিণের বিধায়ক।
তাঁর অভিযোগ, পানীয় জলের সঙ্কট চললেও জল সরবরাহে কোনও উদ্যোগ নিচ্ছে না তৃণমূল পরিচালিত পুরসভা। তবে দু’ঘণ্টার বেশি সময় ধরে অবস্থানে বসে থাকলেও, অগ্নিমিত্রার সঙ্গে কোনও পুর আধিকারিকের দেখা হয়নি। পুরসভার তরফেও মেলেনি কোনও প্রতিক্রিয়া।
আরও পড়ুন ; দামোদর নদের ওপর স্থায়ী সেতুর দাবি, বাসিন্দাদের নিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রার
এনিয়ে কী বললেন অগ্নিমিত্রা ?
আসানসোল দক্ষিণের বিধায়করে বক্তব্যে, "নিজেদের ঝামেলা-খাওয়াখাওয়ি-তেই ব্যস্ত আসানসোল পুরসভা। কোথাও দুই জন ডেপুটি মেয়র দেখেছেন ? আমাদের আসানসোল পুরসভায় দুই জন ডেপুটি মেয়র দেখতে পাবেন। এখনও কমিটি করতে পারল না। করবে কী করে ? কারণ, দুটো দলের মধ্যে তো গোষ্ঠীদ্বন্দ্ব। তারা ঝগড়া করে যাচ্ছে। মানুষ পরিষেবা পাচ্ছেন না। আর আসানসোলের মানুষ চোখের জল দিয়ে তেষ্টা মেটাচ্ছেন। যতক্ষণ না মেয়র বা ডেপুটি মেয়র কেউ এসে আমাদের সঙ্গে দেখা করেন, আমাদের আন্দোলন চলবে।"
স্থায়ী সেতু তৈরির দাবিতে বিক্ষোভে অগ্নিমিত্রা-
দিনকয়েক আগেই আসানসোলে দামোদর নদের ওপর স্থায়ী সেতু তৈরির দাবিতে বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পাল। পাকা সেতু না হওয়ায় তিনি কাঠগড়ায় তোলেন তৃণমূল সরকারকে। পাল্টা জবাব দেয় শাসকদল।
বছর ছয়েক আগে নৌকা করে চলত পারাপার । যা ফি বর্ষায় ভেঙে পড়ার উপক্রম হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ । সেই বাঁশের সেতু, স্থায়ী করার দাবিতে রাস্তায় নামেন আসানসোল দক্ষিণের বিজেপি (BJP)। বিজেপি বিধায়কের বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে পশ্চিম বর্ধমানের ধেনুয়া (Dhenua) । যেখানে দামোদরের ওপর তৈরি হয়েছে এই বাঁশের সেতু । ওপারে বাঁকুড়ার (Bankura) সঙ্গে পশ্চিম বর্ধমানের (West Burdwan) ধেনুয়ার সংযোগকারী এই বাঁশের সেতু স্থায়ী করার দাবিতে মঙ্গলবার সকালে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে অবস্থানে বসেন অগ্নিমিত্রা ।