হাওড়া: হাওড়ার ডোমজুড়ে ONGC-র কারখানায় বিধ্বংসী আগুন। ডোমজুড়ের উত্তর ঝাপড়দহে রাসায়নিক কারখানায় ছড়িয়ে পড়েছে লেলিহান শিখা। ঘটনাস্থলে উপস্থিত দমকলের একাধিক ইঞ্জিন। দুপুর ৩.৩০: হঠাৎ রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। উলুবেড়িয়া, আলমপুর, বালি থেকে এল দমকলের একাধিক ইঞ্জিন। ONGC-র কারখানার পাশেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উত্তর কলকাতার ৬৫ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে শ্রীবিহারীজি আর্কেড বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বাড়ির চিলেকোঠার ঘর থেকে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা জানিয়েছেন, মৃতদের মধ্যে একজন বাঁকেবিহারী মন্দিরের পুরোহিত, আরেকজন পুরোহিত বারাণসী থেকে এসেছিলেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা হবে বলে জোড়াবাগান থানার পুলিশ জানিয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, খতিয়ে দেখছে দমকল।
সম্প্রতি আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল কলকাতা। ঘটনাস্থল ছিল টেরিটি বাজার। তার ঠিক আগেই আগুন লেগেছিল শিয়ালদা ইএসআই হাসপাতাল। বিধ্বংসী অগ্নিকাণ্ডর মুখোমুখী ছিল কসবার অ্যাক্রোপলিস মল ও গার্স্টিন প্লেস।কিছু দিন আগেই বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন লেগেছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা। বারবার অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে কলকাতা। পার্কস্ট্রিটে ১৪ বছর আগে স্টিফেন কোর্টে আগুন লেগেছিল। আগুন লেগেছিল পার্কস্ট্রিটের ১৮-র A স্টিফেন কোর্টে। ভয়াবহ সেই আগুনে ৪৯ জনের মৃত্যু হয়েছিল। আগুন থেকে বাঁচতে ওপর থেকে লাফ দেওয়ার মতো ভয়ঙ্কর ছবি সামনে এসেছিল।
গত কয়েক বছরে কলকাতায় একাধিক জায়গায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। গত কয়েকমাসের একাধিক অগ্নিকাণ্ডের পিছনে দায়ী ছিল এসি। কোথাও আবার গ্যাসের সিলিন্ডার। তবে বড়বাজারে মেহতা বিল্ডিংয়ের ওই এলাকায় আকাশ ছেয়েছে কালো তারে। শর্ট সার্কিটের জন্যও আগুন লাগার ভুরিভুরি ঘটানার উদাহরণ বহন করে চলেছে এই কলকাতা। কিন্তু কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ? দায়ী কে ? অগ্নিদাহ্য বস্তুগুলি নিয়ে কি দায়িত্বশীল নয় কেউ ? আগুন লাগলে কি আদৌ বেরিয়ে আসার রাস্তা থাকছে ? ফের নগরবসারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে এল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)