সুনীত হালদার, হাওড়া: সরষের তেলের (Mustard Oil) ট্যাঙ্কার উল্টে বিপত্তি। আজ সকাল ১০টা নাগাদ উলুবেড়িয়ায় জেলে পাড়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, হলদিয়া থেকে কলকাতায় আসার পথে একটি সরষের তেলের ট্যাঙ্কার উল্টে যায়। সরষের তেল ট্যাঙ্কার থেকে চুঁইয়ে পড়তে শুরু করে। সেই তেল সংগ্রহের জন্য ভিড় জমে যায় স্থানীয়দের। ১৬ নম্বর জাতীয় সড়কের একটি লেনে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।


সরষের তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি: সাত সকালে উলুবেড়িয়া উল্টে গেল ভোজ্য তেলের ট্যাঙ্কার। ট্যাঙ্কার উল্টে তার থেকে চুঁইয়ে পড়তে শুরু করে তেল। রাস্তার ধারেই কার্যত তেলের নদী তৈরি হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল ১০ টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়ায় জেলে পাড়া ব্রিজের কাছে একটি ভোজ্য তেলে বোঝাই ট্যাঙ্কার উল্টে যায়। পুলিশ সূত্রে খবর, হলদিয়া থেকে কলকাতার দিকে আসছিল সেটি। দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে, তেল কিনতে গিয়ে চোখে সরষের ফুল দেখছে সাধারণ মানুষ। বিভিন্ন ব্র্যান্ডের ১ লিটার বিভিন্ন ভোজ্য তেলের দাম এখন ১৬০-১৭০টাকা। এই পরিস্থিতিতে সরষের তেল বোঝাই ট্যাঙ্কার উল্টে যেতেই পোয়া বারো স্থানীয়দের একাংশের। বালতি নিয়ে অনেকেই হাজির হন তেল সংগ্রহ করতে। বালতি ভর্তি করতে রীতিমতো হুড়োহুড়ি বেধে যায়। দুর্ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কের একটি লেনে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।


জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। গতকাল দুপুরে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার কুমরাই মসজিদ এলাকায়। হামলার অভিযোগ উঠেছে ওসমান মির্জা ও গোলাম মোস্তফার বিরুদ্ধে। প্রাথমিক ভাবে শোনা গিয়েছে, কদর আলি মির্জার সঙ্গে জমি নিয়ে পুরনো বিবাদ ছিল ওসমান ও গোলামের। অভিযোগ, সেই বিবাদ থেকেই ধারাল অস্ত্র দিয়ে কদর আলি মির্জার উপর হামলা চালাল ওই দুজন যার ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সূত্রে খবর, গত কাল দুপুরে রাস্তায় ওই ব্যক্তিকে দু’জন এসে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার পরই তিনি বাড়িতে ঢুকে দরজা দিয়ে দেন। বড়ঞা থানায় দায়ের হয়েছে অভিযোগ। এ নিয়ে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যদিও ফুটেজের সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। বড়ঞা থানায় দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ২ জন পলাতক।  


আরও পড়ুন: Arunima Pal Update: মানুষের কামড়ের চিহ্ন মিলেছে অরুণিমার হাতে! সরকারি হাসপাতালের প্রেসক্রিপশনে উল্লেখ