শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: মানুষের টাকা ফেরত না দিলে, পঞ্চায়েতে টিকিট পাবেন না। দিনহাটায় দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে দিলেন উদয়ন গুহ (Udayan Guha)। কর্মীরা টাকা তুলেছেন, আর উনি জানেন না? উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন উদয়ন: টাকার বিনিময়ে, অযোগ্যদের স্কুলে চাকরি দেওয়ার অভিযোগে তোলপাড় রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন, তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপস মণ্ডল। জেলায় জেলায় উঠেছে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। এমন এক প্রেক্ষাপটে, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক মাথাচাড়া দিল। মানুষের টাকা না ফেরালে, পঞ্চায়েত ভোটে টিকিট নয়। হুঁশিয়ারি উদয়ন গুহর
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “যদি এই সব টাকা মানুষকে ফেরত দিতে পারেন ভাল, না হলে পঞ্চায়েতে টিকিট পাবেন না। না হলে তারা টিকিট পাবে না।’’ বৃহস্পতিবার দিনহাটার চৌধুরী হাটে তৃণমূলের কর্মিসভায় যোগ দেন এলাকার বিধায়ক উদয়ন গুহ। সেখানেই পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া নিয়ে সতর্ক করে দেন তিনি। মন্ত্রীর কথায়, “যার বিরুদ্ধে একটা অভিযোগও আছে, আমাদের কাছে রিপোর্টও আছে- টাকা নিয়েছে, যদি সেই ব্যক্তি এর মধ্যে টাকা ফেরত না দেয়, তাহলে তার টিকিট উপরওয়ালা ছাড়া কেউ দিতে পারবে না। এটা চ্যালেঞ্জ করে গেলাম আমি। কে দাঁড়াবে, আপনারা ঠিক করে দেবেন। আপনারা মালিক। আপাদের কথা মতো প্রার্থী হবে, এটা গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।’’
২০১৮-র পঞ্চায়েত ভোটে একচেটিয়া জয় নিয়ে, আজও বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় শাসকদল তৃণমূলকে। যা নিয়ে দিন কয়েক আগেও, আত্মসমালোচনার সুর শোনা গিয়েছিল উদয়ন গুহর গলায়। উদয়ন গুহর কথায়, “২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমাদের খানিকটা পদক্ষেপ ভুল হয়েছিল।’’ বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বীরাজ বসু বলেন, “দিনহাটাতে উদয়ন গুহর দাপটে বাঘে-গরুতে একঘাটে জল খায়। ওঁর কর্মীরা টাকা তুলছেন, আর উনি জানেন না, এটা হতে পারে না। ওই টাকার ভাগ তো ওনার কাছেও যায়। পঞ্চায়েত নির্বাচনে নিজেদের মুখ বাঁচাতে এই কথা বলেছেন।’’ পাশাপাশি, এদিন বয়সের সীমা বেঁধে দিয়ে উদয়ন গুহ জানিয়ে দিয়েছেন, ৩০ থেকে ৪৫ বছর বয়সীদেরই প্রার্থী করার বিষয়ে প্রাধান্য দেওয়া হবে।
আরও পড়ুন: Malda News: জঞ্জাল-আবর্জনায় ঢেকেছে মালদার হাসপাতাল চত্বর, বাড়ছে রোগ ছড়ানোর আশঙ্কা