নয়াদিল্লি: বীর দাস (Vir Das) ও বিতর্ক (Controversy) যেন হাতে হাত রেখে চলে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে (Bengaluru) অনুষ্ঠান করার কথা ছিল বীর দাসের। কিন্তু তা বাতিল করে দেওয়া হল। তাঁর কারণ হিসেবে জানা যাচ্ছে একদল দক্ষিণপন্থীর (right wing) প্রতিবাদ। 


বাতিল হল বীর দাসের অনুষ্ঠান


বিতর্ক আপাতত অভিনেতা ও কমেডিয়ান বীর দাসের নিত্যসঙ্গী। সম্প্রতি শেষ মুহূর্তে তাঁর বেঙ্গালুরুর অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী, 'হিন্দু জনজাগ্রিতি সমিতি'র সদস্যরা প্রতিবাদ শুরু করেন, তাঁদের দাবি বীর দাস তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন।


সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, 'তাঁর আগে একটি অনুষ্ঠানে বীর দাস আমাদের দেশ ও মহিলা ও হিন্দু ধর্মের অপমান করেছেন। আমরা অভিযোগ দায়ের করেছি এবং কর্মকর্তাদের অনুষ্ঠান বন্ধ করতে বলেছি। আমরা মানুষের কাছে অনুরোধ করব এই ধরনের অনুষ্ঠান বয়কট করার জন্য।' 


ওই সমিতির পক্ষ থেকে কিছুদিন আগে একটি অভিযোগও দায়ের করা হয়। সেই অভিযোগে বলা হয়েছে যে বীর দাস ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে মহিলা, আমাদের প্রধানমন্ত্রী ও ভারত সম্পর্কে অবমাননাকর কথা বলেছেন।


 






আরও পড়ুন: 'Salaam Venky': প্রকাশ্যে কাজল-রেবতীর 'সেলাম ভেঙ্কি'র নতুন পোস্টার, কবে আসছে ট্রেলার?


এদিনের অনুষ্ঠান বাতিল হওয়ার ঘোষণা বীর দাস নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেন। কারণ হিসেবে লেখেন, 'অনিবার্য পরিস্থিতি'। পরবর্তী ও নতুন তথ্য শীঘ্রই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি, বলে জানান অভিনেতা। অনুষ্ঠানের টিকিটের টাকা দর্শকদের ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি।