আবির দত্ত, কলকাতা: স্যোশাল মিডিয়ায় (Social Media) বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে তাঁদের মগজ ধোলাই করত হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ায় (Tikiapara) ধৃত ISIS জঙ্গিরা। যুবকদের আত্মঘাতী হামলাকারী তৈরির চেষ্টায় ছিল তারা। এমনকী যুবকদের আফগানিস্তানে পাঠানোরও পরিকল্পনা ছিল। হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ায় ISIS জঙ্গি ধরা পড়ার ঘটনায় চার্জশিটে চাঞ্চল্য়কর দাবি করল এনআইএ।
যুবকদের মগজ ধোলাই: স্যোশাল মিডিয়ায় (Social Media) যুবকদের সঙ্গে যোগাযোগ করে বন্ধুত্ব পাতিয়ে মগজ ধোলাই যুবকদের মগজ ধোলাই। এর পর তাঁদের ISIS-এর ফিদায়েঁ বাহিনী বা আত্মঘাতী হামলাকারী তৈরি করার ছক। এরপর তাঁদের আফগানিস্তানে পাঠানোর পরিকল্পনা।
চার্জশিটে চাঞ্চল্য়কর দাবি: প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগে হাওড়ার টিকিয়াপাড়া থেকে জঙ্গি ধরা পড়ার ঘটনার চার্জশিটে চাঞ্চল্য়কর দাবি করল এনআইএ। টিকিয়াপাড়া থেকে ধরা পড়া ISIS জঙ্গি মহম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিক ও মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে ধরা পড়া জঙ্গি আবদুল রকিব কুরেশির বিরুদ্ধে মঙ্গলবার কলকাতার বিশেষ এনআইএ আদালতে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারীদের বিস্ফোরক দাবি, দেশের ভিআইপিদের একাংশ জঙ্গিদের টার্গেট ছিলেন দেশের বিভিন্ন জায়গায় হামলারও ছক কষেছিল জঙ্গিরা। ধৃতদের বিরুদ্ধে ৪৬ পাতার চার্জশিট জমা দিয়েছে এনআইএ।
ওই চার্জশিটে ইউএপিএ আইনের ১৮, ১৯, ২০, ২১ এবং ভারতীয় দণ্ডবিধির ১২১, ১২১-এ ও ১২২ ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রজাতন্ত্র দিবেসর আগে গত ৭ জানুয়ারি দ্বিতীয় হুগলি সেতুর ওপর তাড়া করে সন্দেহভাজন ISIS জঙ্গি মহম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিক এবং সইদ আহমেদকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ (STF)।
ধৃতদের সূত্র ধরে খাণ্ডোয়া থেকে আবদুল রকিব কুরেশি ও কলকাতার তপসিয়া থেকে মালদার বাসিন্দা জালনোট কারবারি রাকিমুল শেখকে গ্রেফতার করে এসটিএফ (STF)। এরপর ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। তদন্তভার নেওয়ার তিন মাসের মধ্যে এদিন প্রথম চার্জশিট জমা দিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: Weather Update: রোদ, গরম, অস্বস্তি ! মুক্তি কবে দক্ষিণবঙ্গের ? জানাল আবহাওয়া দফতর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন