সুনীত হালদার, হাওড়া: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ায় (Howrah News))। জাতীয় সড়কে সিএসটিসি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা চারচাকা গাড়ির। তাতে বেঘোরে মৃত্যু তিন যাত্রীর। দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। মৃতদেহ বার করতে না পেরে গ্যাস কাটার আনতে হয়। চিঁড়েচ্যাপ্টা হয়ে যাওয়া দেহগুলিকে বার করা হয় এক এক করে (Car Accident)। 


১৬ নম্বর জাতীয় সড়কের উপর সিএসটিসি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা গাড়ির


হাওড়ার বাগনানের বরুণদা এলাকার ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কের উপর মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৬ নম্বর জাতীয় সড়কের উপর একটি সিএসটিসি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি চারচাকা গাড়ির। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়ির অর্ধেক অংশ বাসের নিচে ঢুকে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি (Road Accident) 


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কোলাঘাটের দিক থেকে একটি গাড়ি কলকাতারমুখী লেন ধরে ছুটে আসছিল। উল্টো দিক থেকে ছুটে আসছিল হাবড়া থেকে দিঘাগামী একটি সিএসটিসি বাস। বরুণদার কাছে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তাতে ডিভাইটার টপকে খড়্গপুরমুখী লেনে ঢুকে পড়ে সেটি। 


আরও পড়ুন: Malda News: দোতলার ক্লাসরুমে নিয়ে গিয়ে পাশবিক আচরণ, মালদায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, ধৃত ৩


সেই সময় উল্টো দিক থেকে ছুটে আসা বাসটিও এসে পড়ে। গাড়িটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসটির। দুর্ঘটনার তীব্রতায় গাড়ির অর্ধেক অংশ ঢুকে যায় বাসটির নিচে। বেশ খানিক ক্ষণ সেই অবস্থাতেই গাড়িটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বাসটি। কিছুটা দূর গিয়ে তার পর থেমে যায় বাসটি। আচমকা চোখের সামনে এই দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েন স্থানীয়রা। ভিড় জমে যায় এলাকায়। 


দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা ভিড় করেন এলাকায়। তাঁরাই খবর দেন পুলিশ। তাতে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু কিছুতেই বাসের নিচে থেকে বার করা যাচ্ছিল না গাড়িটিকে। শেষ মেশ ক্রেন আনতে হয় দুর্ঘটনাস্থলে। তাতেই কোনও রকমে গাড়িটিকে টেনেটুনে বাসের নিচে থেকে বার করা সম্ভব হয়।  


গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে তার মধ্যে থেকে বার করা হয় মৃতদেহগুলিকে


কিন্তু তার পর উদ্ধারকার্য চালাতে গিয়েও হিমশিম খেতে হয় পুলিশকে। কারণ দুর্ঘটনায় গাড়িটি এতটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল যে, সামনের অংশ কিছু বেঁচে ছিল না। তাতে চালকে আসনে বসা ব্যক্তি কার্যত চিঁড়েচ্যাপ্টা হয়ে যান গাড়ির সঙ্গে। পিছনের দিকের দরজাও খোলা যাচ্ছিল না। তাতে ফের আনা হয় গ্যাস কাটার। সেই গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে তার মধ্যে থেকে বার করা হয় মৃতদেহগুলিকে। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ দিন এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কের হাওড়ামুখী লেনে তীব্র যানজট তৈরি হয়।