সুনীত হালদার, হাওড়া: পুজোর বিসর্জনে এসে বিপদ। প্রতিমা বিসর্জনের জন্য আনা লরি সোজা গিয়ে পড়ল গঙ্গায়। এমন ঘটনা ঘিরে তুমুল শোরগোল ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাওড়ার শিবপুর ঘাটে। বিশ্বকর্মা পুজোর পরে প্রতিমা বিসর্জন দিতে এসে এমন ঘটনা ঘটল কীভাবে?
পুলিশ সূত্রের খবর, ডোমজুড়ের জালান কমপ্লেক্সে একটি কারখানায় বিশ্বকর্মা পুজো হয়েছিল। হাওড়া শিবপুরের গঙ্গার ঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে নিয়ে আসা হয়েছিল। আজ দুপুরে ঘটনাটি ঘটে শিবপুর ঘাটে। ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানার বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসেছিলেন ওই কারখানার বাইশ জন শ্রমিক। আজ দুপুর তিনটে নাগাদ লরিতে চাপিয়ে প্রতিমাকে নিয়ে আসা হয় শিবপুর ঘাটে। সেই সময় গঙ্গায় জোয়ারের টান ছিল। গঙ্গায় জল স্তর বেশ ভাল ছিল। লরিটি যখন গঙ্গার ঘাটে দাঁড় করানো হয় সেই সময় পিছনের চাকায় কাঠের টুকরো দিয়ে আটকানো ছিল। তা সত্ত্বেও লরি থেকে প্রতিমা নামানোর সময় লরিটি হঠাৎ পিছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় নেমে যায়। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁরা লরি থেকে মাটিতে ঝাঁপ মারে। এই ঘটনা কেউ আহত না হলেও ঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। কী ভাবে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। গঙ্গা থেকে লরিটি তোলার চেষ্টা করা হচ্ছে। যখন লরি পিছলে গঙ্গায় নেমে যায় তখনও লরিতেই বাঁধা ছিল বিশ্বকর্মা প্রতিমা।
শ্রমিকদের তরফে সন্তোষ রবিদাস বলেন, 'লরিচালককে বললাম গাড়িটা ব্য়াক করে লাগাও। ওটা ঠিকই লাগিয়েছিল। জল ভাল ছিল। আমরা লরির পিছনে কাঠ দিয়েছিলাম। কিন্তু একটু ঢাল ছিল। কাদা ছিল বলে ব্রেক ধরেনি...পিছিয়ে চলে গিয়েছে লরি।'
আর এক শ্রমিক অরুণ পাছাল বলেন, 'গাড়ি ব্যাক করে গঙ্গার ঘাটে এসেছিল। ব্রেক দেওয়ার পর পিছনের চাকার নীচে গার্ড দিয়েছিলাম। কিন্তু গাড়ি ফাস্ট গিয়ারে রেখে পিছন দিকে আসায় আর ব্রেক ধরেনি। কাদাও ছিল, পিছলে যায়। আমরা গাড়িতে ছিলাম। যে যার মতো লাফ মারি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'কোনও অপরিচিত নম্বর থেকে ফোন এলে ধরতে পারব না?', কলতান গ্রেফতারি শুনানিতে কী বলল আদালত?