কলকাতা: রাখী সবন্ত (Rakhi Sawant)। তিনি সবসময়েই খবরের শিরোনামে থেকে যান বিভিন্ন কারণে। তবে এই নতুন নয়.. কখনও কোনও মন্তব্য করা হোক বা বিভিন্ন কাজ.. হামেশাই তাঁর কাজ দিয়ে, বুদ্ধি দিয়ে শিরোনামে, খবরে জায়গা করে নেন তিনি। তাঁর ব্যক্তিগত জীবনও খোলা খাতার মতোই। একাধিক বিবাহ, সম্পর্কে জড়িয়ে পড়া.. সবকিছুতেই তিনি অনন্যা। তবে কেরিয়ার একেবারে মসৃণ ছিল না রাখী সবন্তের। বারে বারেই তিনি ব্যর্থ হয়েছেন। তারপরে জায়গা করে নিয়েছেন নিজের জোরেই। তবে জানেন কি.. কেরিয়ারের একেবারে শুরুর দিকে, নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল রাখী সবন্তকে? 


সদ্য ফারহা খানের সঙ্গে একটি রান্নার শো-তে এসেছিলেন রাখী সবন্ত। সেখানেই রান্না করতে করতে তাঁরা পুরনো কথা নিয়ে আলোচনা করছিলেন। সেই আলোচনার মধ্যেই ফারহা বলেন, 'তখন সদ্য 'ম্যায় হু না' মুক্তি পাবে পাবে। তোর মনে আছে রাখী, তুই আমায় বলেছিলি, একটি মিউজিক ভিডিওতে নিজেকে লঞ্চ করার জন্য নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলিস তুই? আমি সেই সময়ে তোকে বলেছিলাম, তুই কি পাগল? নিজের বাড়ি বিক্রি করে কেন নিজেকে লঞ্চ করবি? আমার কল্পনারও অতীত ছিল তুই সেটা করে ফেলবি আর সেই মিউজিক ভিডিওটা এতটা জনপ্রিয় হবে।'


আরও পড়ুন: 'Stree 2' Box Office Collection: রণবীরের 'অ্যানিম্যাল'-এর পর নজর শাহরুখের 'জওয়ান' ছবিতে, বক্স অফিসে ঝোড়ো ইনিংস 'স্ত্রী ২'-র


রাখীর অভিনীত সেই মিউজিক ভিডিও-র গানটি ছিল 'পরদেশীয়া'। আসলে এই গানটি 'মিস্টার নটবরলাল' ছবির। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) ও রেখা (Rekha) অভিনীত এই ছবিটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। জনপ্রিয় হয়েছিল এই ছবির গান 'পরদেশীয়া'-ও। সেই গানেরই একটি রিমিক্স তৈরি করেছিলেন রাখী সবন্ত। নিজেই অভিনয় করেছিলেন নায়িকার ভূমিকায়। এবং সেই গানটি নিজেই প্রযোজনা করেছিলেন নিজেকে লঞ্চ করার জন্য। প্রথম অ্যাপিয়ারেন্সেই নজর কাড়েন রাখী। এরপরে তিনি একাধিকবার বড়পর্দাতেও কাজ করেছেন। সদ্য শোনা গিয়েছিল রাখী সবন্তের বায়োপিক তৈরি হবে। তবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট পাওয়া যায়নি। 


 


আরও পড়ুন: Ranjit Mallick on Durga Puja: পুজো হবে, উৎসব নয়, ১০০ বছরে প্রথমবার বন্ধ থাকবে রঞ্জিত মল্লিক-কোয়েলদের বাড়ির দরজা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।