সুনীত হালদার, হাওড়া : অন্যায় করলে ছাত্রকে শাসল করবেন শিক্ষক। তাতে আর নতুন কী। তবে হাল আমলে ছাত্রদের বেতের বাড়ি দেওয়ার চল আর নেই। শিক্ষাঙ্গনে পড়ুয়াদের মারধর করাও এখন চল-বিরুদ্ধ। তাবলে ছাত্র-শাসনের 'অপরাধে' মার খেতে হবে শিক্ষককে ! এ কেমন কাণ্ড। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল ।  ক্লাসে ছাত্রকে শাস্তি দেওয়ায় শিক্ষকদেরই বেধড়ক মারধর করল ছাত্রের বাড়ির লোকজন।  ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত শিক্ষকরা। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযুক্ত ২ অভিভাবককে গ্রেফতার করেছে পুলিশ। 


ঘটনার সূত্রপাত


জানা গিয়েছে, সোমবার দশম শ্রেণীর এক ছাত্র ইংলিশ ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে গন্ডগোল করে । স্বাভাবিক ভাবেই বিরক্ত হন শিক্ষক। তাকে শাস্তি দিতে  শিক্ষক পড়ুয়াকে ক্লাস থেকে বের করে দেন।  কিন্তু ওই ছাত্র ক্লাসের বাইরে যেতে অস্বীকার করে। তখনই শুরু হয় রাগারাগি। 

ক্লাসে (class) গন্ডগোল পাকানো ওই ছাত্রকে তখন শিক্ষক  কান ধরে ওঠবস করতে বলেন । জানা গিয়েছে, ছাত্রে গালে তিনি একটি চড়ও কষান। তবে এই ঘটনার রেশ যে এতদূর গড়াবে, তা বোধ হয় ভাবেননি কেউই। 


শিক্ষকদের মারধর


এরপরই টিফিনের সময় টিচার্স রুমে চড়াও হয় ওই ছাত্রের আত্মীয়সহ চারজন স্থানীয় বাসিন্দা। টিচার্স রুমে ঢুকেই তারা সদলবলে ইংরেজি শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের ওপর চড়াও হয়। বেধড়ক কিল, চড় এবং ঘুসি মারতে শুরু করে দেয়। উপর্যুপুরি মারে আহত হন শিক্ষকরা।    


আরও পড়ুন :                            


ডেঙ্গি ও অন্যান্য ভাইরাল জ্বরের মধ্যে ফারাক কোথায়? কীভাবে আলাদা করবেন ?

গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরাবন্দি হয়। পরে মারধরের ওই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল (Viral Video) হয়। এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকরা। এর প্রেক্ষিতে শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার খবর চাউর হতেই তীব্র প্রতিবাদ করেন অভিভাবকরা এবং প্রাক্তন ছাত্ররা। শিক্ষকদের নিগ্রহের অভিযোগে ছাত্রের মামা ও তাঁর বন্ধুকে গ্রেফতার করেছে শ্যামপুর থানার  পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।