সুনীত হালদার, হাওড়া: দূরপাল্লার ট্রেন নির্দিষ্ট সময়ে না ছাড়ায়, হাওড়া স্টেশনে তাণ্ডব চালালেন যাত্রীরা। হাওড়া স্টেশনের (Howrah Station) নিউ কমপ্লেক্সের দক্ষিণ-পূর্ব রেলের অনুসন্ধান অফিসে চলল ভাঙচুর। ভেঙে দেওয়া হল কাচ। উপড়ে ফেলা হল এনকোয়্যারি অফিসের ডিসপ্লে বোর্ড।                                               


যাত্রীদের অভিযোগ, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল ৬টা ২০-তে ছাড়ার কথা থাকলেও, নির্দিষ্ট সময়ে ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি। বারবার জানতে চাওয়া সত্ত্বেও কোনও তথ্যই মেলেনি রেলের তরফে। 


সূত্রের খবর, রেল ইয়ার্ড থেকে ট্রেন ছাড়া সম্পর্কে কোনও খবর না মেলায় সমন্বয়ের অভাবেই এই বিভ্রাট। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, রেকের সমস্যা ছিল, তাই দেরি হয়েছে। কী কারণে এমন হল, তা তদন্ত করে দেখা হবে। প্রায় চারঘণ্টা পর হাওড়া স্টেশন থেকে ছাড়ে আপ হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। 


তবে শুধু এক্সপ্রেস ট্রেন নয়, লোকাল ট্রেনের ক্ষেত্রেও লেট হচ্ছে বলে অভিযোগ রয়েছে যাত্রীদের। বেশ কিছু দিন আগে কাজের দিনে, ফের দুর্ভোগের শিকার হয়েছিলেন ট্রেনের যাত্রীরা। পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে সকাল থেকে ব্যাহত ছিল ট্রেন চলাচল। রেল সূত্রে খবর ছিল, ভোর সাড়ে ৫টা নাগাদ ফাঁকা কাটিহার-হাওড়া এক্সপ্রেস হাওড়ার ঝিল সাইডিংয়ে নিয়ে যাওয়ার সময়, টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগন্যাল পয়েন্টে বিস্ফোরণ হয়। তার জেরে ব্যাহত হয় হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল।                                      


যদিও যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি করে ঘণ্টাদুয়েক পর, সকাল সাড়ে ৭টা থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর জেরে বাতিল করা হয়েছিল ২২টি লোকাল ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়েছিল। যার জেরে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। 


আরও পড়ুন, তারকেশ্বর থেকে এবার ট্রেনে সোজা বিষ্ণুপুর, কত হতে পারে ভাড়া ? জানাল রেল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে