সুনীত হালদার, হাওড়া: বাড়ির জলের ট্যাঙ্ক (Water Tank) থেকে উদ্ধার নিখোঁজ সদ্যোজাতর দেহ। ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ায় (Tikiapara) উত্তেজনা। শিশুর জেঠিমা-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, সোমবার হাসপাতালে (Hospital) শিশুপুত্রের জন্ম দেন মহিলা।অভিযোগ, বুধবার বাড়ি ফেরার পর, বৃহস্পতিবার ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই খোঁজ মিলছিল না সদ্যোজাতর। আজ সকালে বাড়ির জলের ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার হয়।
কীভাবে ঘটনাটি ঘটে?
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে, গত বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাড়িতে শিশুটি যখন মায়ের কোলে ঘুমোচ্ছিল সেই সময় কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোক হাওড়া থানাতে গোটা ঘটনাটা জানায়। পুলিশ তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। এরপরই আজ সকালে বাড়ির জলের ট্যাঙ্ক থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।
হাওড়ার অন্যপ্রান্তে ভয়ঙ্কর দুর্ঘটনা
শনিবার সাতসকালে ভয়ঙ্কর পথ-দুর্ঘটনায় জখম হলেন ৮ জন। উলুবেড়িয়ার কুলগাছিয়ার কাশ্যপপুরের ঘটনা। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
কী হয়েছিল?
ঘড়িতে তখন সকাল ৯টা। হঠাতই বিকট আওয়াজ শোনেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তাঁদের মতে, হাওড়াগামী একটি স্করপিওর চাকা ফেটেই ওই আওয়াজ। তবে শুধু আওয়াজেই থেমে থাকেনি। স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কোলাঘাট লেনে চলে আসে। ঠিক ওই সময়েই কোলাঘাট লেন দিয়ে একটি মারুতি গাড়ি যাচ্ছিল বলে খবর। ওই গাড়িটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে স্করপিও-র। দুটি গাড়ি-ই দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর ছড়াতেই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। দ্রুত খবর যায় পুলিশে। দেরি করেনি পুলিশও। ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরা। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। তবে দুর্ঘটনার ফলে জাতীয় সড়কের একটি লেনে যানচলাচল বেশ কিছু ক্ষণ ব্যাহত হয়।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকের পরদিনই প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর