পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা :


সাংবাদিক: পার্থদা, ডিসেম্বর নিয়ে বারবার খোঁচা দিচ্ছে, তৃণমূলের কোনও ক্ষতি হবে? 


পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী: তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না।


ফের একবার দলের পাশে থাকার বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )  তৃণমূলের ( TMC ) কেউ ক্ষতি করতে পারবে না। এদিন আলিপুরের কোর্ট লক আপে ঢোকার আগে ডিসেম্বর ডেডলাইন প্রসঙ্গে জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেলবন্দি থাকলেও, তিনি দলের পাশেই আছেন। ফের বুঝিয়ে দিলেন স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( School Teacher Recruitment Scam ) ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।


কখনও রাজ্য সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা, তো কখনও বড় চোর ধরা পড়বে, সম্প্রতি একাধিক হুঁশিয়ারি দিয়ে ডিসেম্বরের ভবিষ্যদ্বাণী করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। তবে তাতে একেবারে অন্য মাত্রা যোগ করেছে শুভেন্দু অধিকারীর ৩টে তারিখ ঘোষণা। সম্প্রতি শুভেন্দু শাসকদলকে হুঁশিয়ারি দেন, '১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ'

আরও পড়ুন :


আজ ১২ ডিসেম্বর, শুভেন্দুর দেওয়া ৩টি তারিখের প্রথম দিন, কী ঘটবে আজ


বিরোধী দলনেতা ডেডলাইন অনুযায়ী, ৩টে তারিখের প্রথম দিন কী হয়, তার জন্য সোমবারের দিকে নজর ছিল সবার। এরই মধ্যে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর আদালতে তোলে CBI। তখনই বিজেপির ডিসেম্বর ডেডলাইন নিয়ে প্রশ্ন করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তাতে তাঁর জবাব ছিল, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না' 

এর আগেও বিভিন্ন সময় জেলে থাকা আবস্থাতেই তৃণমূলের হয়েই কথা বলেছেন পার্থ। গত মাসেই একবার পার্থ দলকে সমর্থন করে বলেন, তৃণমূলই জিতবে পঞ্চায়েত ভোটে। ২০ অগস্টও একই কথা শোনা যায় পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। তিনি তখনও বলেছিলেন, 'দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম'। গ্রেফতার হওয়ার পর বারবার দলের প্রতি আনুগত্য স্পষ্ট করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ৩১শে অক্টোবর তিনি বলেছিলেন,  ‘দলের সঙ্গে আছি’। 


পঞ্চায়েতের আগে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে যখন মরিয়া তৃণমূল। তখন সেই দুর্নীতিকাণ্ডেই গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের গলায় তৃণমূলের জয়ধ্বনি। শাসকের স্বস্তি না অস্বস্তি?