সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : লিপস অ্য়ান্ড বাউন্ডসে (Leaps and Bounds) কেন্দ্রীয় এজেন্সি ইডির তল্লাশি ঘিরে এবার নতুন মোড়। তল্লাশি চলাকালীন কোম্পানির কর্মীদের অজ্ঞাতসারে, বেআইনিভাবে লিপস অ্য়ান্ড বাউন্ডসের অফিসের কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেছেন ইডির অফিসাররা (ED Officers)। যার সঙ্গে লিপস অ্য়ান্ড বাউন্ডসের কোনও সম্পর্ক নেই। এই চাঞ্চল্য়কর অভিযোগে লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে (Cyber Police Station) অভিযোগ দায়ের করল লিপস অ্য়ান্ড বাউন্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি তল্লাশির পর ইডির তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে দাবি করা হয়, লিপস অ্য়ান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 


কালীঘাটের কাকুর (Kalighater Kaku) সূত্র ধরে, ১৮ ঘণ্টা ধরে নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ম্য়ারাথন তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ এই তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তল্লাশিতে মিলেছে ১ হাজার পাতার নথি, লেজার বুক, ডিজিটাল নথি ও হার্ড ডিস্ক। ইডি সূত্রে খবর, হার্ড ডিস্কে একাধিক কোম্পানির নাম মিলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডস এই কোম্পানিগুলির 'কনসালটেন্সি ফার্ম' হিসেবে কাজ করত। কিন্তু এই কোম্পানিগুলির আদৌ কোনও অস্তিত্ব আছে কি ? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন পাল্টা ইডির বিরুদ্ধে লালবাজারে দায়ের হল অভিযোগ।


সোমবার, লিপস অ্য়ান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালায় ইডি। বুধবার, ED-র প্রেস বিজ্ঞপ্তিতে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। ইডি প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে যে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এর আগে, ব্য়াঙ্কশাল আদালতে ইডির স্পেশাল কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় ১২৬ পাতার যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল ইডি, সেখানে নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল যুব কংগ্রেসের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, বলেই চার্জশিটের ৭৫ নম্বর পাতায় দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।     


     


আরও পড়ুন- 'যাঁকে টিভিতে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন?' শুভেন্দুকে নিশানা জীবনকৃষ্ণর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial