অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ ও কাল হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আজ ও কাল হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি লাইনে ট্রেন চলাচলে প্রভাব পড়বে। বর্ধমান-হাওড়া ও কাটোয়া আজিমগঞ্জ শাখাতেও ট্রেন হবে বাতিল। ফের সপ্তাহান্তে যাত্রী ভোগান্তির আশঙ্কা। 


ফের ট্রেন বাতিল: রেললাইন, সিগন্যালের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারে বৈদ্যুতিকরণের কাজের জের। আজ ও কাল হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, আজ ও কাল হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-ঘুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তার জেরে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনি-রবিবার হলেও, এই  দু’দিন ভোগান্তির শিকার হবেন যাত্রীরা।  


 






 


শনিবার বাতিল ট্রেনের তালিকা:



  • হাওড়া থেকে বাতিল: 37363, 37229, 37237, 37819, 37651, 36823, 36825, 36827, 36829, 36831, 36033, 36035, 37915

  • বর্ধমান থেকে বাতিল: 37832, 36834, 36836, 36838, 36840, 37842, 03587

  • আরামবাগ থেকে বাতিল: 37364

  • ব্যান্ডেল থেকে বাতিল: 37536, 37538, 37242, 37244, 37749

  • নৈহাটি থেকে বাতিল: 37535, 37537

  • মেমারি থেকে বাতিল: 37652

  • চন্দনপুর থেকে বাতিল: 36034, 36036

  • ডানকুনি থেকে বাতিল: 32228, 32230, 32232, 32234, 32236

  • শিয়ালদা থেকে বাতিল: 32411, 32227, 32229, 32231, 32233, 32235

  • বারুইপাড়া থেকে বাতিল: 32412

  • রামপুরহাট থেকে বাতিল: 03588

  • কাটোয়া থেকে বাতিল: 37748, 37924, 03095, 03097, 03035

  • আজিমগঞ্জ থেকে বাতিল:  03096, 03098, 03036


রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা: 



  • হাওড়া থেকে বাতিল: 37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 36825, 36827, 36829, 36831, 36033, 37915

  • আরামবাগ থেকে বাতিল: 37364

  • ব্যান্ডেল থেকে বাতিল: 37536, 37538, 37242, 37244, 37749

  • নৈহাটি থেকে বাতিল: 37535, 37537

  • বর্ধমান থেকে বাতিল: 37832, 36834, 36836, 36838, 36840, 36844, 03587

  • মেমারি থেকে বাতিল: 37652

  • শেওড়াফুলি থেকে বাতিল: 37056

  • বারুইপাড়া থেকে বাতিল: 32412

  • শিয়ালদা থেকে বাতিল: 32411, 32227, 32229, 32231, 32233

  • চন্দনপুর থেকে বাতিল: 36034

  • ডানকুনি থেকে বাতিল: 32228, 32230, 32232, 32234

  • রামপুরহাট থেকে বাতিল: 03588

  • কাটোয়া থেকে বাতিল: 37748, 37924, 03095, 03097, 03035

  • আজিমগঞ্জ  থেকে বাতিল: 03096, 03098, 03036


এর আগে গত সপ্তাহে দমদম স্টেশনে লাইন মেরামতির জন্য ওই দুদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। গত শনিবার রাত সাড়ে ৯টা থেকে লাইন মেরামতির কাজ শুরু। রবিবার সকাল পর্যন্ত চলে কাজ। ফলে ১৫ এবং ১৬ জুলাই এই দুদিন শিয়ালদা, বনগাঁ, হাবড়া, ডানকুনি, হাসনাবাদ ও দত্তপুকুর থেকে বেশ কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে।     


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: NRS Fire: NRS হাসপাতালে আগুন আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন