সুনীত হালদার, হাওড়া: আইন রক্ষকদের গাড়িতেই আইন ভেঙে সজোরে ধাক্কা। সোমবার রাতে টহল দেওয়ার সময় প্রবল গতিতে ধেয়ে আসা লরির ধাক্কায় বড়সড় দুর্ঘটনার কবলে পুলিশের ভ্যান। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। অতর্কিতে ধাক্কা সামলাতে না পেরে নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। আহত চার পুলিশ কর্মী।


ঠিক কী ঘটেছে?  


সোমবার রাত পৌনে ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে হাওড়ার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে জগন্নাথপুর শ্মশানতলায়। পুলিশ সূত্রে খবর, রাজাপুর থানায় টহলদারি ভ্যানটি কলকাতামুখী লেনে দাঁড়িয়ে ছিল। সেই সময়ই প্রচণ্ড গতিতে আসা একটি লরি ভ্যানের পিছনে ধাক্কা মারে।  আহত চার পুলিশ কর্মীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনার পরই লরি নিয়ে চালক পলাতক। 


লরির জোরাল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় পুলিশ ভ্যানটি। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয় ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত পুলিশভ্যান টিকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


এদিকে সোমবারই হাওড়ার মহেশতলায়  সম্প্রীতি উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় লরি। চালক আহত হলেও, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। সোমবার ভোর সোয়া ৫টা নাগাদ ডাকঘর মোড়ের কাছে সম্প্রীতি উড়ালপুলের ওপর থেকে নিচে পড়ে যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লরি। নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে যায়। 


যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। প্রসঙ্গত, ১১ জানুয়ারি ২০১৯ কলকাতার সঙ্গে মহেশতলা বাটানগর সহ  বিস্তীর্ণ এলাকার যোগাযোগের সুবিধার জন্য বজবজ ট্রাঙ্ক রোডের উপর উদ্বোধন হয় সম্প্রীতি ফ্লাইওভারের। পূর্ত দফতরের তরফ থেকে ফ্লাইওভারের নিচের দুই লেনের রাস্তার দেখভালের দায়িত্বও তখন থেকে নেয় কেএমডিএ। সম্প্রতি রাস্তার বেহাল দশার কথাও উঠে আসে। বড় বড় গর্ত থেকে রাস্তার পিচ ওঠা চেহারা, কোথাও আবার গর্তে জমে জল। স্থানীয়দের অভিযোগ এই রাস্তা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে।