সুনীত হালদার, হাওড়া:  দোলের আগের দিন চোলাই অভিযান (Hooch Incident) ঘিরে ধুন্ধুমার কাণ্ড উলুবেড়িয়ায় (Howrah News)। আটঘাট বেঁধে সেখানে যৌথ অভিযানে নেমেছিল আবগারি দফতর এবং পুলিশ। কিন্তু এলোপাথাড়ি ইটবৃষ্টি এবং বোমাবাজিতে তাদেরকেই পিছু হটতে হল। পরে পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় অতিরিক্ত বাহিনী। তাতেই বিপুল পরিমাণ চোলাই এবং বেআইনি মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত হল। কিন্তু হাত ফস্কে বেরিয়ে গেলেন চোলাই কারবারিরা (Hooch Crime)।


হাওড়ার উলুবেড়িয়া (Uluberia News) থানা এলাকার হীরাপুর-শাখাভাঙা গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সেথানে পুলিশকে সঙ্গে নিয়ে চোলাই ভাঁটিতে অভিযানে নামে আবগারি দফতর। কিন্তু গ্রামে ঢুকতে গেলে বাধার মুখে পড়ে তারা। তাদের লক্ষ্য করে চলে এলোপাথাড়ি ইটবৃষ্টি। সে সব উপেক্ষা করে ভাঁটির দিকে পুলিশ এগোতে থাকলে এর পর শুরু হয় বোমাবাজি। তাতে বাধ্য হয়েই পিছু হটতে হয় পুলিশ এবং আবগারি দফতরের আধিকারিকদের।


আরও পড়ুন: Suvendu Adhikari: আয়কর হানার 'হুমকি', শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিসের তদন্তে প্রিভিলেজ কমিটি।Bangla News


পরিস্থিতি বেগতিক দেখে এর পর খবর দেওয়া হয় অতিরিক্ত বাহিনীকে। নদীপথে লঞ্চে চেপে এর পর শুরু হয় অভিযান। তাতে ছয়টি নৌকো বাজেয়াপ্ত হয়। সেই নৌকো থেকে বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ চোলাই মদ এবং বেআইনি মদ তৈরির সামগ্রী। অভিযানের সময় বিপুল পরিমাণ চোলাই মদ নষ্টও করে দেয় পুলিশ।



তবে এত কসরতের পরও শেষরক্ষা হল না। চোলাই কারবারিদের নাগাল পেল না পুলিশ। পুলিশের নাগাল গলে নদীপথে ধরেই চম্পট দেন তাঁরা। তাই শুধু উদ্ধার হওয়া চোলাই এবং বেআইনি মদ তৈরির সামগ্রী নিয়েই ফিরতে হয়েছে পুলিশকে।


এই ঘটনা যদিও নতুন কিছু নয়। গত বছরও উলুবেড়িয়ায় চোলাই অভিযানে গিয়ে আক্রান্ত হয় পুলিশ এবং আবগারি দফতরের কর্মী-আধিকারিকরা। সে বারও গ্রামে ঢুকতে গেলে প্রথমে বাধা দেওয়া হয় তাঁদের। তার পর উড়ে আসে ইট-বোমা।