মুম্বই: দেখতে দেখতে ১৪ বছর কেটে গিয়েছে। এখনও আইপিএল ট্রফি জয়ের স্বাদ পায়নি। একবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে। এবার তাই দলের খোলনলচে বদলে ফেলেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। নিলাম থেকে ঢেলে দল সাজিয়েছে। সেই সঙ্গে বদলে ফেলা হয়েছে অধিনায়কও।


গতবার দলকে নেতৃত্ব দেওয়া কে এল রাহুলকে (KL Rahul) এবার রিটেন করেনি প্রীতি জিন্টার দল। তাঁর পরিবর্তে অধিনায়ক করা হয়েছে ময়ঙ্ক অগ্রবালকে (Mayank Agarwal)। মুম্বইয়ে দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেখানে যোগ দিয়েছেন ময়ঙ্কও।


পাঞ্জাব কিংসের ক্রিকেটারেরা সকলে অভ্যর্থনা জানিয়েছেন ময়ঙ্ককে। দলের তরফ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ময়ঙ্ককে হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সকলে। ফিল্ডিং কোচ জন্টি রোডসকে দেখা গিয়েছে ময়ঙ্কের পিঠ চাপড়ে দিতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। ২৬ মার্চ, প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বইয়ে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে কেকেআর। বুধবার সেই প্রস্তুতি শিবিরে যোগ দিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। দলের সেরা অলরাউন্ডার নাইট শিবিরে প্রবেশ করেই যেন প্রতিপক্ষদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন।


কলকাতা নাইট রাইডার্স রাসেলকে নিলামে তোলেনি। তাঁকে রিটেন করা হয়েছিল। জামাইকার দীর্ঘকায় অলরাউন্ডার সদ্য ভারতে এসে পৌঁছেছেন এবং কেকেআরের হোটেলে শুরু হয়ে গিয়েছে তাঁর তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব।


কেকেআরের হয়ে দীর্ঘ সাত মরসুম ইতিমধ্যেই খেলা হয়েছে গিয়েছে রাসেলের। এটি তাঁর অষ্টম মরসুম। নাইটদের হয়ে বরাবরই বড় ভরসা রাসেল। মাঠে যেমন তাঁর বিধ্বংসী ছক্কা জনপ্রিয়, তেমনই তাঁর বাহারি হেয়ারস্টাইলও দর্শকদের মধ্যে ভীষণই জনপ্রিয়। আগামী মরসুমে নতুন হেয়ারস্টাইলে আইপিএল মাতাতে তৈরি রাসেল। বুধবার কেকেআর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও কিছু ছবি আপলোড করে। সেখানে নাইট তারকাকে নতুন হেয়ারস্টাইলে দেখা গিয়েছে। মোহক স্টাইলের চুলে আগেও দেখা গিয়েছে রাসেলকে। এবারও তাঁর চুলে সেই মোহক কাট। তবে এবার চুলের রঙ বাহারি। একদিকে বেগুনি, অন্যদিকে সোনালি। এমন আকর্ষণীয় চুলের রঙে দেখা যাবে এবার রাসেলকে। কেকেআর-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রাসেলের ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে সমর্থকরা রাসেলের নতুন হেয়ার স্টাইল দেখে বেশ অবাক।


ভিডিয়োয় রাসেলকে বলতে শোনা গিয়েছে, ‘ভয়ের কোনও কারণ নেই, দ্রে রাস চলে এসেছে। আমার পার্পেল-গোল্ড (বেগুনি-সোনালি) চুল দেখ।’ রাসেল বাহারি চুলের সঙ্গে সঙ্গে খেলার মাঠে কতটা চমক দেবেন, তাঁর উপরে নাইটদের ভাগ্য অনেকটা নির্ভর করবে।