সুনীত হালদার, হাওড়া: রেল ইয়ার্ডের ভিতর থেকে মালপত্র নিয়ে রেললাইন পের হচ্ছিল ব্যাটারি চালিত ট্রলি। লাইন পেরনোর সময়ই খারাপ হয়ে যায় ট্রলিটি। আর তখনই লাইন ধরে ছুটে আসছিল আপ ইস্ট কোস্ট এক্সপ্রেস। মালপত্র বোঝাই ট্রলিতে সজোরে লাগে ধাক্কা। যদিও ততক্ষণে প্রাণ বাঁচাতে ট্রলি ছেড়ে সরে গিয়েছেন রেলকর্মীরা। সাঁতরাগাছি স্টেশনে এমন ঘটনায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন তাঁরা।
আরও পড়ুন - Howrah: এবিপি আনন্দের খবরের জের, ভিন রাজ্যের সংস্থার সাহায্যে সোজা হল হেলে পড়া বহুতল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা বারোটা নাগাদ সাঁতরাগাছি (Santragachi) রেল ইয়ার্ডের ভিতর থেকে কিছু মালপত্র নিয়ে একটি ব্যাটারি চালিত ট্রলি রেললাইন পার হচ্ছিল। সেই সময়ই আপ লাইনের রেলওয়ে ট্র্যাকের ওপরেই ট্রলিটি আচমকা খারাপ হয়ে যায়। ওই ট্রলির সঙ্গে থাকা রেলকর্মীরা অনেক চেষ্টা করেও ট্রলিটাকে লাইন থেকে সরাতে পারেননি। সেই সময়ে আপ লাইনে ছুটে আসছিল ইস্ট কোস্ট এক্সপ্রেস। নিজেদের প্রাণ বাঁচাতে রেলকর্মীরা ট্রলিটাকে ছেড়ে দিয়ে নিজেরা সরে যান। এরপরই এক্সপ্রেস ট্রেনটি ব্যাটারি ব্যাটারি চালিত ট্রলিটিকে ধাক্কা মেরে এগিয়ে যায়। যদিও কোনও ক্ষতি হয়নি রেলকর্মীদের। কিন্তু সময়ের একটি এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা।
আরও পড়ুন - Howrah: গ্রাম পঞ্চায়েতে অনাস্থা এবং দখল নিয়ে রাজনৈতিক চাপানউতোর বিজেপি ও তৃণমূলের মধ্যে
জানা যাচ্ছে, ইস্ট কোস্ট এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগার পর ট্রলির ভাঙা কিছুটা অংশ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। ফলে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে যায় ইস্টকোস্ট এক্সপ্রেস। সূত্রের খবর, এরপর গ্যাস কাটার দিয়ে ইঞ্জিনের সঙ্গে আটকে যাওয়া ট্রলির ভাঙা অংশ কেটে বের করতে হয়। নতুন ইঞ্জিন লাগিয়ে প্রায় দেড় ঘণ্টা পরে আবার চলতে শুরু করে ইস্টকোস্ট এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলওয়ের সিপিআরও নীরজ কুমার জানিয়েছেন যে, লাইনের মধ্যেই আচমকা ট্রলিটা খারাপ হয়ে যাওয়ায় ট্র্যাক থেকে কিছুতেই সরানো যাচ্ছিল না। ট্রেন আসছে দেখে তাই ট্রলি ছেড়েই লাইন থেকে সরে যান রেলকর্মীরা। তাই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এই মুহূর্তে ট্রেন চলাচলের আর কোনও অসুবিধা নেই।