মুম্বই: জল্পনা ছিলই। সেইমতোই বুধবার, ১৫ নভেম্বর ওয়াংখেড়েতে হাজির ডেভিড বেকহ্যাম (David Beckham)। আজই মায়ানগরীতে বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম সেমিফাইনালে ভারত এবং নিউজ়িল্যান্ড (IND vs NZ) একে অপরের মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচ দেখতে আসার কথা ছিল বেকহ্যামের। তিনি শুধু ম্যাচ দেখতেই এলেন না, মাঠেও নামলেন। ক্রিকেটারদের সঙ্গেও দেখা করলেন। 


ম্যাচ দেখতে বেকহ্যামের সঙ্গে আরও একগুচ্ছ তারকাদের আসার কথা। সেই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকরও। বেকহ্যামের সঙ্গে তেন্ডুলকর দেখা করেন এবং দুইজনকে বেশ খানিকটা সময় একসঙ্গে কথাও বলতে দেখা যায়। শুধু তাই নয় বেকহ্যাম ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও দেখা করেন, হাত মেলান। এমনকী বিরাট ফুটবলের পাসও বাড়ান। ম্যাচের আগে অনুশীলনে ভারতীয় দলের তারকাদের প্রায়শই ফুটবল খেলতে দেখা যায়। এদিনও তাঁর অন্যথা হয়নি। বেকহ্যামকে সামনে তাঁর দিকে বল ঠেলে দেন কোহলি। বেকহ্যামও বল পায়ে পেয়ে কোহলির দিকে পাস বাড়ান।  


 






গতকালই ডেভিড বেকহ্যামের ক্রিকেট ব্যাট হাতে এক ছবিও বেশ ভাইরাল হয়েছিল। গোটা বিষয়টাই কিন্তু বেকহ্যাম বেশ উপভোগ করছেন। তিনদিনের জন্য আপাতত ভারতে এসেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। বেকহ্যাম ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডরের ভূমিকা পালন করেন। সেই সূত্রেই তিনি বর্তমানে তিনদিনের জন্য ভারতে এসেছেন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC) আবার সম্প্রতি ক্রিকেটের মাধ্যমে মহিলাদের অনুপ্রাণিত করা এবং সমান অধিকারের লক্ষ্য নিয়ে ইউনিসেফ সঙ্গে জুটি বেঁধেছে। 


তবে এই ম্যাচ শুরুর আগেই বিতর্ক দানা বেঁধেছে। খবর অনুযায়ী, ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচটি যে পিচে খেলার কথা ছিল, শেষ মুহূর্তে তা বদলে দ্বৈরথ হচ্ছে অন্য এক বাইশ গজে। যে পিচে বিশ্বকাপে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে।


সূত্রের খবর, বুধবারের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঝের পিচে খেলার কথা ছিল। যেটা এই মাঠের সাত নম্বর পিচ। এবং বিশ্বকাপের গ্রুপ পর্বে আরও যে চারটি ম্যাচ ওয়াংখেড়েতে আয়োজিত হয়েছে, তার কোনওটিই এই পিচে হয়নি। অর্থাৎ, যে উইকেট তরতাজা। এবং যে পিচে খেলা হলে নিউজ়িল্যান্ডের পেসাররা, বিশেষ করে ট্রেন্ট বোল্ট আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছিল। সেই জন্যই কি বদলে ফেলা হল পিচ?


এখন যা পরিস্থিতি, তাতে ৬ নম্বর উইকেটে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ হওয়ার কথা। যে পিচটি ঠিক মাঠের মধ্যিখানে নয়। চলতি বিশ্বকাপে দুটি ম্যাচ হয়েছে এই উইকেটে। ২১ অক্টোবর এই উইকেটেই ইংল্যান্ডকে ২২৯ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২ নভেম্বর ভারত এই পিচে শ্রীলঙ্কাকে আরও বড় ব্যবধানে, ৩০২ রানে হারিয়েছিল।


আরও পড়ুন: ভারত না নিউজ়িল্যান্ড, মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে কোন দল? বিশ্বকাপের রেকর্ড বা কার দিকে?