মুম্বই: দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত 'ওএমজি - ওহ মাই গড'। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তীও। এবার আসছে সেই ছবির সিক্যুয়েল। ছবির প্রথম পোস্টার শেয়ার করলেন অক্ষয় কুমার তাঁর সোশ্যাল মিডিয়ায়।
দুটি ছবি পোস্ট করে আগামী সিনেমা 'ওএমজি ২'-এর ঘোষণা করলেন অভিনেতা অক্ষয় কুমার। ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠীকে। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই OMG2-এর জন্য।' ক্যাপশনে তিনি উল্লেখ করেন এক প্রয়োজনীয় সামাজিক বার্তা দেবে এই ছবি। ছবিতে মহাদেব শিবের ওপর যে বিশেষ নজর দেওয়া হয়েছে তা পোস্টার এবং ক্যাপশনেই স্পষ্ট।
বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা অক্ষয় কুমার। অনুরাগীদের মনোরঞ্জনের জন্য বছরে প্রায় চার থেকে পাঁচটা ছবি মুক্তি পায় তাঁর। আপাতত বেশ কিছু ছবি তাঁর মুক্তির অপেক্ষায় রয়েছে, তাছাড়াও কিছুর ছবির প্রোডাকশনের কাজও চলছে।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সম্প্রতি 'রাম সেতু' সিনেমার সেট থেকে একটি অদেখা ছবি পোস্ট করেছেন আক্কি। একটি ট্যুইট করে 'বচ্চন পাণ্ডে' অভিনেতা জানান যে 'রাম সেতু'-এর উটির শ্যুটিং শিডিউল শেষ করেছেন। ছবিতে কোঁকড়ানো চুল আর সাদা দাড়িতে এক ঝলকে নাও চিনতে পারেন অভিনেতাকে। ছবির লুকের সঙ্গে মানানসই চশমা চোখে দেখা গেল তাঁকে।
২৪ অক্টোবর, ২০২২ সালে মুক্তি পাচ্ছে অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী জ্যাকলিন, নুসরত ভারুচা অভিনীত 'রাম সেতু'। এছাড়াও অক্ষয় কুমারের 'সূর্যবংশী', 'রক্ষা বন্ধন', 'অতরঙ্গি রে', 'বচ্চন পাণ্ডে', 'পৃথ্বীরাজ', 'মিশন সিন্ড্রেলা' ও 'ওএমজি - ওহ্ মাই গড টু' মুক্তি পাচ্ছে।