করুণাময় সিংহ রায়, কলকাতা: ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস রুখতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। আর এবার আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়েও নয়া উদ্যোগ নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে সংসদের তরফে। বিগত বেশ কয়েকটি প্রশ্ন ফাঁসের (Question Leak) অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার দিকেই জোর দেওয়া হচ্ছে। কী কী বদল এল পরীক্ষা পদ্ধতিতে ?


আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার মালদার টাউন হলে আয়োজিত একটি সভায় এসে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, 'আগে যেখানে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেন্যু সুপারভাইজরের ঘরে খোলা হত, সেখানে এবার থেকে প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলের ভিতরে ছাত্র-ছাত্রীদের সামনে খোলা হবে।' শুধু এখানেই শেষ নয়, উচ্চমাধ্যমিকের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই নিরাপত্তা নিশ্চিত করতে বারকোড, সিরিয়াল নম্বর, কিউ আর কোড সহ একাধিক উন্নতমানের সিকিউরিটি ফিচার্স যুক্ত করা হয়েছে পরীক্ষা পদ্ধতিতে। মালদায় এসে সাংবাদিকদের এমনটাই জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।


উল্লেখ্য আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদা টাউন হলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় এই প্রস্তুতি সভা থেকে।


এই বছর অর্থাৎ ২০২৪-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রতিটি প্রশ্নপত্র ছিল ইউনিক সিরিয়াল নম্বর। প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকনো ছিল। কেউ পাতার ছবি তুললে সেই ছবি দেখে বোঝা যাবে কে ছবিটি তুলেছে। তা জানা গেলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা সেই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে- এমনটাই পরীক্ষার্থীদের বুঝিয়ে বলার জন্য পরীক্ষা হলের তত্ত্বাবধায়কদের বলা হয়েছিল। পরপর বেশ কিছু বছর ধরে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে এসেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে। আর এই ঘটনা কমাতেই নয়া উদ্যোগ সংসদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Success Story: UPSC-র ইঞ্জিনিয়ারিং সার্ভিসে সপ্তম স্থানে বর্ধমানের দেবার্ঘ্য ! কীভাবে এল কাঙ্ক্ষিত সাফল্য ?


Education Loan Information:

Calculate Education Loan EMI