কলকাতা: আগামীকাল প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। বেলা সাড়ে ১২টায় ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (HS Result 2025)। বুধবার সল্টলেকে বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর দুপুর ২টো থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও ফল দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা।
পুরনো নিয়মে এ বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুবার হবে পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। wb12.abplive.com-এ ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করলেই স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট। রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ফল প্রকাশের পরের দিন নিজের স্কুল থেকে মার্কশিট পাবেন ছাত্র-ছাত্রীরা। এদিনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পরীক্ষার খাতা রিভিউ এবং স্ক্রুটিনির জন্য ফল প্রকাশের পর সংসদের নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে হবে। ৮ মে রাত ১২টা থেকে আবেদন করা যাবে। ২২ মে রাত ১১টা ৫৯ মিনিট বা তার আগে পর্যন্ত এই আবেদন গ্রহণ করবে সংসদ।
এদিকে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2026 Routine)। পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল ১০.৪৫ থেকে। পরীক্ষা শেষ হবে দুপুর ২টো নাগাদ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ প্রশ্নপত্র পড়ার জন্য। মূল ৭টি বিষয়ের সূচি ঘোষণা করলেও, ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে পর্ষদ। মিউজিক ভোকাল এবং মিউজিক ইন্সট্রুমেন্টালের লিখিত পরীক্ষা হবে ২ ঘণ্টা ১৫ মিনিট।
২০২৬ সালের মাধ্যমিকের রুটিন
| দিন | তারিখ | বিষয় |
| সোমবার | ২ ফেব্রুয়ারি | প্রথম ভাষা |
| মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি | দ্বিতীয় ভাষা |
| শুক্রবার | ৬ ফেব্রুয়ারি | ইতিহাস |
| শনিবার | ৭ ফেব্রুয়ারি | ভূগোল |
| সোমবার | ৯ ফেব্রুয়ারি | অঙ্ক |
| মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ভৌতবিজ্ঞান |
| বুধবার | ১১ ফেব্রুয়ারি | জীবনবিজ্ঞান |
| শুক্রবার | ১২ ফেব্রুয়ারি | ঐচ্ছিক বিষয় |
Education Loan Information:
Calculate Education Loan EMI