অরিন্দম সেন, আলিপুরদুয়ার: চা বাগান (Tea Garden) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভূটান মদ (Illegal Bhutan Liquor) উদ্ধার করল আবগারি দফতর। আলিপুরদুয়ারের (Alipurduar) বিরপারা থানার অন্তর্গত তুলসিপারা চা বাগান এলাকার মনদুস লাইনের ঘটনা। 


আর যা...
সূত্রের খবর, তুলসিপারা চা বাগান এলাকার মনদুস লাইনে অভিযান চালিয়ে প্রায় ১১০ কার্টন অবৈধ ভূটান মদ উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে বিরপারা, জয়গাঁও এবং আলিপুরদুয়ার, এই তিন আবগারি সার্কেল ও এসএসবি ফালাকাটা এবং বিরপারা পুলিশকে নিয়ে সম্মিলিতভাবে ভূটান সীমান্তবর্তী এলাকাগুলিতে অভিযান চালানো হয়। সেখান থেকেই ওই কার্টনভর্তি মদ উদ্ধার হয় বলে খবর। ওই মদের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা বলে দাবী আবগারি দফতরের। যদিও এই অভিযানে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে আগামী দিনেও এমন অভিযান চলবে বলে  জানান বিরপারা রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর প্রকাশ টোপ্পো। প্রসঙ্গত, গত মার্চেই আবগারি দফতরের অভিযানে প্রচুর পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছিল। গ্রেফতার করা হয় একজনকে। বাঁকুড়া সদর থানার জামবনি এলাকা থেকে রথীন মণ্ডল নামে এক চোলাই ব্যবসায়ীকে গ্রেফতার করে সদর আবগারি সার্কেল। তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আজ তাঁকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। এছাড়াও বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার রাজামেলা,  নবগ্রাম সহ বেশ কিছু এলাকায় বিশেষ সুত্রে খবর পেয়ে অভিযান চালায় ছাতনা আবগারি সার্কেল। সেখান থেকেও প্রায় সাড়ে ৭০০ লিটার চোলাই মদ ও ৩০ লিটার চোলাই তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করে আবগারি দফতর। আগামীদিনেও চোলাই এর বিরুদ্ধে আবগারি দফতর এই অভিযান চালাবে বলেই দাবি আবগারি আধিকারিকের। এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে করা হবে প্রচার। তার আগে, ডিসেম্বরে,পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পাথরঘাটা গ্রামে খালপাড়ে, মদের ঠেক ও বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করে আবগারি দপ্তর। দিনের পর দিন অবৈধ চোলাই মদ তৈরি করছিল কয়েকজন অসাধু ব্যবসায়ী, অভিযোগ ছিল এমনই। সেই মদের ঠেকে সকালে গিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় বেলদা আবগারি দফতর।  দিনের পর দিন কাশীপুর সাত নম্বর অঞ্চলের পাথরঘাটা গ্রামে অবৈধভাবে খাল পাড়ে চোলাই মদ তৈরি হচ্ছে বলে খবর পান তাঁরা। আর সেই খবর পাওয়ার পর অভিযানে নামে বেলদা আবগারি দফতর। অভিযানে নেমে তাঁরা দেখতে পান সকালেই চোলাই মদ তৈরি হচ্ছে। দফতরের আধিকারিকদের আসতে দেখে বেশ কয়েকজন ছুটে পালিয়ে যায়। এরপর ওই ঠেক, চুল্লি সমস্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। 


আরও পড়ুন:পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন