মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: রাতভর বৃষ্টিতে (Flood) জলমগ্ন দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার কুশমন্ডি ব্লকের (Kushmandi Block) বিস্তীর্ণ এলাকা। কোথাও কোথাও রাজ্য সড়কের উপর দিয়ে জল বয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন হয়ে পড়েছে কুশমন্ডি ব্লকের বিভিন্ন গ্রামও। টাঙ্গন নদীর জলও বিপদসীমা অতিক্রম করেছে। সব মিলিয়ে বানভাসি পরিস্থিতি। টানা মুষলধারে বৃষ্টিতেই এই ভোগান্তি স্থানীয়দের।


যা দেখা গেল...
উত্তরবঙ্গের প্রায় সর্বত্র প্রবল বৃষ্টি হচ্ছে। ফল উত্তরবঙ্গের নদীগুলি কম-বেশি সব কটিই প্রায় ফুঁসছে। এর মধ্যে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির ব্লকের অবস্থা বিশেষ ভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রবল বর্ষণের ফলে সেখানকার শিবকৃষ্ণপুর ও রামপুর সংলগ্ন এলাকায় বাঁধ ভেঙে যায়। স্থানীয়রা বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন এর মধ্যে। বাঁধ পরিদর্শনে এসেছেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তল-সহ কুশমন্ডি থানার আইসি তপন পাল, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, কুশমন্ডির বিডিও অমর জ্যোতি সরকার এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা। সেখানেই জেলাশাসক জানান, বন্যা পরিস্থিতি বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। পুরো জেলার পরিস্থিতির উপরই নজর রাখা হয়েছে। সজাগ রয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরও, সংযোজন জেলাশাসকের।
তাঁকে সামনে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেন। জালালউদ্দিন নামে এক গ্রামবাসী বলেন, 'এরকম বন্যা পরিস্থিতিতে আমরা খুব বিপদে আছি। কখন কী হবে, আমরা জানি না। বাঁধের অবস্থা খুবই ভয়াবহ। আমাদের থাকার জায়গা পর্যন্ত নেই। কখনও বাঁধে, কখনও বা বাড়ির ছাদে আশ্রয় নিচ্ছি। সামনেই স্কুল। আর বাঁধের এরকম অবস্থা। ছাত্রছাত্রীরা স্কুল যেতে ভয় পাচ্ছে।'


মালদায় যা ছবি...
বন্যার ছবি দেখা গিয়েছে মালদাতেও। গত কাল, রবিবার টানা ১ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল মালদা শহরের প্রাণকেন্দ্র নেতাজি পৌর মার্কেট এবং চিত্তরঞ্জন মার্কেট-সহ পোস্ট অফিস মোড়। বর্ষণের জেরে নেতাজি পৌর মার্কেট ও চিত্তরঞ্জন পৌর মার্কেটের দোকানেও জলও ঢুকে যায়। মালদা ইংরেজবাজার পুরসভা এলাকায় ঘটনাটি ঘটে। নিম্নচাপের জেরে তার আগে, দু'দিন ধরে মালদা জুড়ে বৃষ্টি চলছে। গত  শনিবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়। সন্ধ্যায় টানা ১ ঘণ্টা বৃষ্টি চলে। তার পরেই জলমগ্ন হয়ে পড়ে শহরের ২ পুরসভার মার্কেট-সহ বিভিন্ন ওয়ার্ড। নেতাজি পৌর মার্কেটে ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটের মধ্যে পাম্প হাউস তৈরির জন্য ঘর বানানো হলেও এখনও পর্যন্ত সেই পাম্প হাউস তৈরি হয়নি। ফলে বৃষ্টির কারণে নেতাজি পৌর মার্কেট জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি মালদহ মেডিক্যাল কলেজ চত্বর-সহ হাসপাতালের ভিতরেও জল ঢুকে যায়। 

আরও পড়ুন:ওয়াটগঞ্জে রাতের আঁধারে বেপরোয়া লরির ধাক্কায় জখম পথচারী, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ-অবরোধ স্থানীয়দের