উদয়পুর: একজন সফল রাজনীতিক। আরেকজন রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী ( Parineeti Chopra )। দীর্ঘ প্রেমের সিলসিলা পেরিয়ে পরিণতি পেল পরিণীতি - রাঘবের ( Parineeti Raghav Wedding ) প্রেম। ঠিক যেন রূপকথার গল্পের রাজপুত্র ও রাজকন্যার সাতপাকে বাঁধা পড়ার গল্পের শেষটার মতো।


রবিবার রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে সাত পাকে বাঁধা পড়লেন রাঘব - পরিণতি। আর সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আবেগময় বার্তা লিখে শেয়ার করলেন পরিণীতি। 


বলিউডের ডাকসাইটে পোশাক ডিজাইনার মণীশ মলহোত্রর পোশাকে সেজেছিলেন নায়িকা। আর রাঘবের (Raghav Chadda ) পোশাকের দায়িত্বে ছিলেন পবন সচদেবা। অপূর্ব সজ্জায় চারহাত এক হয় দুজনের। 


পরিণীতি লিখেছেন, ‘ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম দেখা থেকেই মন জানত। এই দিনটার জন্যই তো কতদিনের অপেক্ষা। মিস্টার ও মিসেস হতে পেরে সত্যি ধন্য। একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের চিরন্তন পথ চলার শুরু…’।  


এই পোস্টের কমেন্ট বক্স ভেসেছে  শুভেচ্ছার বন্যায় । শুভেচ্ছা জানিয়েছেন দিদি প্রিয়ঙ্কা চোপড়া।  


 


রবিবার লেক প্যালেস থেকে নৌকোয় ভেসে বিবাহ বাসরে আসেন আপ নেতা রাঘব।  পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি , মাথায় অফ হোয়াইট রঙা পাগড়ি। গলায় ছিল মুক্তোর মালা। চেনা পরিচিত চশমাটি নেই। বরবেশে রাঘব যেন বেশ অন্যরকম। নববধূ পরিণীতির পরনে ছিল বেইজ রঙা লহেঙ্গা। মাথায় লম্বা ওড়না মাটি ছুঁয়েছিল।  


 কোনওভাবেই যাতে বিয়ের কোনও ছবি প্রকাশ্যে না আসে সেই জন্য উদয়পুরের বিলাসবহুল হোটেলে ছিল কড়া নিরাপত্তা। এমনকি ক্যামেরা এড়ানোর জন্য বিশাল বড় ছাতা আর কাপড় দিয়ে ঘিরে পরিণীতি এবং রাঘবকে হোটেলের ভিতরে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সেই ভিডিও ভাইরালও হয় ইনস্টাগ্রামে। এমনকি যে নৌকায় চড়ে রাঘব চাড্ডা বরযাত্রী নিয়ে বিয়ের আসরে হাজির হয়েছেন, সেটিও চারপাশ থেকে পর্দা এবং ছাতা দিয়েই মুড়ে রাখা হয়। 


বিয়ের অনুষ্ঠানের ছবি সামনে না এলেও পরিণীতি এবং রাঘবের সঙ্গীত অনুষ্ঠানের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। শনিবার সন্ধেয় ছিল তারকা জুটির সঙ্গীত। সেখানে পারফর্ম করেন গায়ক নবরাজ হংস। সঙ্গীত অনুষ্ঠানে হাজির ছিল চাঁদের হাট। 


রাঘব ও পরিণীতির বিয়ে নিয়ে বিগত কয়েকদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কয়েকদিন ধরেই সেজে উঠছে উদয়পুর। বিমানবন্দরে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডাকে স্বাগত জানানোর জন্য লাগানো হয় পোস্টার। লোকগান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে ছিল প্যালেসে। বরযাত্রীর পাশাপাশি অতিথিদেরও নৌকা করে নিয়ে আসা হয় লেকের ধারের বিলাসবহুল প্রাসাদে। তাঁদের অভ্যর্থনা জানানোর জন্যেও ছিল রাজকীয় আয়োজন।   


আরও পড়ুন :              


আলোয় সেজেছে উদয়পুরের প্রাসাদ, ব্যাকগ্রাউন্ডে 'কবিরা' গান, জমজমাট রাঘব-পরিণীতির বিয়ের আসর