উজ্জ্বল মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস : নতুন দলের নাম কী হবে ? দলের প্রতীকই বা কী হবে ? দলের রাজ্য কমিটিতে কি শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী মানুষই থাকবেন ? দল ঘোষণা করার আগে সব প্রশ্নেরই ইঙ্গিতপূর্ণ উত্তর দিলেন হুমায়ুন কবীর।

Continues below advertisement

কয়েক ঘণ্টা পরই নতুন দল ঘোষণা। কী হবে দলের নাম ? চমক অবশ্য সোমবারের জন্যই তুলে রেখেছেন হুমায়ুন কবীর। তার আগে এ নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলেন হুমায়ুন কবীর।

এবিপি আনন্দ- আপনার নতুন দলের নাম...?হুমায়ুন কবীর- আগামীকাল বেলা ১ টার জন্য...এবিপি আনন্দ- একটা ইঙ্গিত, ছোট্ট...হুমায়ুন কবীর- বাংলার জনতার পার্টি হবে। আম জনতার উন্নয়নের পার্টি হবে। এটুকু বললাম। শর্ট ফর্ম, জেনে নিন, কালকে (সোমবার) শর্ট ফর্ম এবং তার লোগো...এবিপি আনন্দ- শর্ট ফর্মটা কী ? হুমায়ুন কবীর- যেমন TMC আছে। ৩ টে অক্ষরেই পার্টি ওপেন হবে। 

Continues below advertisement

সোমবার সকাল ১১ টায়, বেলডাঙার খাগড়ুপাড়া মোড়ে সভা করবেন হুমায়ুন কবীর। সেখান থেকেই নিজের নতুন দলের নাম ঘোষণা করবেন তিনি। তার আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এই নিয়ে পড়েছে ফ্লেক্স, ব্যানার। যেখানে লেখা রয়েছে, 'বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হতে যাচ্ছে।' দল নয় ঘোষণা হল। কিন্তু তার প্রতীক কী হবে ? ছাব্বিশের বিধানসভা ভোটে কোন প্রতীকে লড়বেন হুমায়ুন কবীর ? তার নেপথ্যেও রয়েছে ফুলের ভাবনা। হুমায়ুন কবীর বলেন, "এখন তো ইলেকশন কমিশন এত তাড়াতাড়ি লোগো দেবে না, টেবিল আমার পয়া, যদি টেবিল না পাই তাহলে জোড়া গোলাপ ফুলে লড়ব। এ তো পদ্মফুল আর ঘাসফুল, তার পাশাপাশি কাঁটাওয়ালা ফুল। গোলাপ ফুল। কোন ফুলে মানুষ বেছে নেয় সেটা আগামী দিন হবে।" 

এবিপি আনন্দর প্রশ্ন- তৃণমূল শব্দটা থাকবে ? 

হুমায়ুন কবীর- না না, মোটেই না। 

এবিপি আনন্দ- কংগ্রেস শব্দটা থাকবে ? 

হুমায়ুন কবীর- কংগ্রেস শব্দও থাকবে না। কিন্তু পতাকার রংটা জাতীয় পতাকার কাছাকাছি থাকবে। TMC-র যেমন আছে, কংগ্রেসেরও যেমন আছে, আমার পতাকার রংটাও ঠিক হালকা ওরকম টাইপের থাকবে। 

এ প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "এ ধরনের ধর্মের রাজনীতি করে লাভ-ক্ষতির ক্যালকুলেশন বিজেপি করে না। আজ যে ভাষায় হুমায়ুন কবীর...আমাদেরই সহকর্মী...বিধানসভায় উনি বলছেন...অত্যন্ত লজ্জা লাগে। আমার মতো সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে না যে, হুমায়ুন কবীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া এই কথাগুলো বলছেন।"   

কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে হুমায়ুন কবীরের নতুন দল ? হুমায়ুন বলেন, "১৩৫ বলেছিলাম। ওটা আরও বাড়বে। মিনিমাম ১৮২ আসন থাকবে। বা প্রয়োজন হলে ২৯৪-এ লড়ব।" হুমায়ুন কবীরের নতুন দল কি শুধুই মুসলিম ভোট টানবে ? এই নিয়ে জল্পনার মাঝেই আবার ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন হুমায়ুন কবীর।

এবিপি আনন্দ- আপনার দলে সবাই মুসলিম ? মানে, যারা কমিটিতে আসবেন, যারা সংগঠন পরিচালনা করবেন...

হুমায়ুন কবীর-  না না না না, মোটেই না। যারা ৭৫ জনের স্টেট কমিটি হবে, সেখানে দেখবেন যে অন্ততপক্ষে ২০ শতাংশ হিন্দু লিডার থাকবে। 

এনিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, "তিনি এখন দাবি করেছেন তিনি দল করবেন। সেই অনুযায়ী সবাইকে চলতে হবে। মানুষের কাছে আবেদন করেছেন, টাকা দিলে হবে না ভোট দিতে হবে। ভোটের জন্য ব্যবহার করা মসজিদ রাজনীতিকে, মন্দির রাজনীতিকে। এটা ভয়াবহ। বাবরি মসজিদ করছে ওকে ভোট দিতে হবে।"

এদিন রেজিনগরের রাস্তায় টোটোয় মাইক লাগিয়ে সোমবারের সভার জন্য চলল প্রচার।