নয়াদিল্লি: ইমরান হাশমির (Emraan Hashmi) বিখ্যাত সিনেমা 'আওয়ারাপন'-র সিক্যুয়েল 'আওয়ারাপন ২' (Awarapan 2) পরের বছরেই আসতে রিলিজ় হতে চলেছে। সেই সিনেমার শ্যুটিং জোরকদমে চলছিল। তবে সেই শ্যুটিংয়ের সময়েই গুরুতর আঘাত পান ইমরান হাশমি। একাধিক রিপোর্ট অনুযায়ী তাঁর তলপেটে এই চোটের জেরে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছে।

Continues below advertisement

আওয়ারাপনের একটি টানটান দৃশ্যে শ্যুটিংয়ের সময় কোনও এক উঁচু স্থান থেকে পড়ে যান ইমরান। তাঁর তলপেটের পেশি ছিঁড়ে যায় বলে খবর। শুরু হয় রক্তক্ষরণ। এই চোট এতটাই গুরুতর ছিল যে তৎক্ষনাৎ তাঁর মেডিক্যাল সহযোগিতার এবং অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন তিনি আর শ্যুটিং করবেন না বলেই মনে করা হচ্ছিল। তবে রিপোর্ট অনুযায়ী সকলে যে সময়ে ইমরান হাশমি সেটে ফিরবে বলে মনে করছিলেন, তার অনেক আগেই তিনি সেটে ফিরে আসেন। রবিবার পেটে ব্যান্ডেজ করা ইমরান হাশমির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

Continues below advertisement

 

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কড়া নজরদারির মধ্যে বলিউড তারকা আপাতত রাজস্থানে শ্যুটিং শুরু করেছেন। তবে তাঁর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁর অ্যাকশন দৃশ্যগুলি সীমিত করা হয়েছে এবং তাঁর সূচিও অত্যন্ত ভালভাবে ভেবেচিন্তে তৈরি করা হচ্ছে, যাতে সিনেমার শ্যুটিংও কোনওভাবে ব্যাহত না হয় এবং তাঁর শরীরও ঠিক থাকে। নিজের কাজের প্রতি ইমরানের এই দায়বদ্ধতা নাকি আওয়ারাপন দলের সকলকেই হতচকিত এবং একই সঙ্গে অনুপ্রাণিতও করেছে।

অপরদিকে, পথ দুর্ঘটনায় আক্রান্ত অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)। অভিযোগ, মত্ত অবস্থায় একটি গাড়ির চালক নোরা ফতেহির গাড়িকে ধাক্কা মারে। নোরা ফতেহি একটি শো-তে অংশ নিতে যাচ্ছিলেন নোরা। সেখানে যাওয়ার পথেই তিনি আক্রান্ত হন। জানা যাচ্ছে, মাথায় তীব্র আঘাত পান নোরা, মাথায় সিটি স্ক্যান করা হয় তাঁর। তবে আঘাত গুরুতর নয় বুঝতে পেরেই তাঁকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার অনুমতি দেওয়া হয়। তিনি যোগ দেন শো-এ। মুম্বইয়ে আয়োজিত Sunburn Festival-এ অনুষ্ঠান ছিল আমেরিকার ডিজে ডেভিড গেটার। সেখানে পারফর্ম করার কথা নোরার। তাঁর দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।