কলকাতা: ‘সংসদের সদস্য হওয়া সত্ত্বেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যের অনুষ্ঠান অথবা জেলার কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। জাতীয় উৎসবেও রাজনৈতিক স্বার্থে পক্ষপাতদুষ্ট আচরণ রাজ্যের। আমি খুব বেদনাহত। অনুরোধ করছি এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হোক।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। 


রেড রোডে (Red Road) প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠান ঘিরে দিনভর চলল রাজনৈতিক তরজা। রেড রোডের প্যারেডে অব্যাহত রইল আমন্ত্রণ-বিতর্কও। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিশানা করেছেন তৃণমূলকে। পাল্টা সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল।


আরও পড়ুন:  মুখ্যমন্ত্রীর কথা বলে চপ ভেজেছিলেন, বিতর্কের মধ্যেই দলের হয়ে পুরপ্রচারে বাঁকুড়ার বিজেপি বিধায়ক


রেড রোডে, রাজ্য সরকারের (West Bengal Government) প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ঘিরে ঘনাল আমন্ত্রণ-বিতর্কের মেঘ! রেড রোডের অনুষ্ঠানে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে, চড়ল রাজনীতির পারদ। এনিয়ে আক্রমণ শানাতে দেরি করেননি শুভেন্দু অধিকারী। 


এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, এই প্রথম স্বাধীনতার পরে হয়েছে, গতবছর কোভিডের (Covid-19) মধ্যেও আবদুল মান্নান (Abdul Mannan) পেয়েছিলেন, কার্ডও পেয়েছিলেন, ফোনও পেয়েছিলেন সরকারের পক্ষ থেকে আমার মনে হয়েছে, নন্দীগ্রামে (Nandigram) মমতা আমার কাছে হেরেছেন, সেই যন্ত্রণা থেকে আমাকে ডাকতে দেননি, তাঁর নির্দেশেই এটা হয়েছে, এখন ক্যানসারের কেমো বেরিয়েছে, হিংসার কোনও ওষুধ বেরোয়নি।


নবান্ন সূত্রের খবর, কোভিড প্রোটোকল মেনেই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee), রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar), রাজ্য সরকারি আধিকারিক ও সেনাবাহিনী কয়েকজন কর্তা ছাড়া আর বিশেষ কেউ আমন্ত্রিত ছিলেন না। কোনও দর্শকও আসেননি। সব মিলিয়ে ২৯ মিনিটের অনুষ্ঠান হয়েছে। তুঙ্গে রাজনৈতিক তরজা