কলকাতা: 'আমি বদলে গিয়েছি, আগের মতো আর নেই, ভগবান থেকে এখন শয়তান'। সোমবার একটি মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বঞ্চনার অভিযোগ তুলে এক মহিলা মামলাকারী বিচারপতির কাছে কাতর আবেদন করে বলেন, 'আপনাকে ভগবানের মতো দেখি, সাহায্য করুন'। এরপরেই এমন মন্তব্য করেন বিচারপতি, `আমি আর আগের মতো নেই, ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি`। এদিন, এজলাস ছেড়়ে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান মহিলা। আবেদনকারী মহিলা বিচারপতিকে বললেন তাঁর মাথা ঘুরে গিয়েছিল, এরপর ওই মহিলাকে আশ্বস্ত করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সাবধানে যান, মামলা হবে, চিন্তা করবেন না।
টেট (TET) থেকে একাধিক দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) একের পর এক যুগান্তকারী রায় কার্যত হইচই ফেলে দিয়েছে রাজ্যে। তাঁর নির্ভিক, দৃঢ় আচরণে ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) এখন অন্যতম জনপ্রিয় নাম। কার্যত ভগবানের আসনে বসিয়েই এদিনও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন এক মহিলা। আর তাতেই এমন মন্তব্য শোনা গেল বিচারপতির গলায়।
বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়েছেন একের পর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। তাঁর একাধিক রায়ের পরিপ্রেক্ষিতে বদলেছে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার অবস্থান। কিছুদিন আগেই এবিপি আনন্দর মুখোমুখি হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। গোটা দেশের টেলিভিশনে সেই প্রথমবার। দুর্নীতি থেকে শাসন ব্যবস্থা, সোজাসুজি প্রশ্নে খোলামেলা উত্তরও দিয়েছেন তিনি এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে (Suman De) দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে (Exclusive Abhijit Ganguly) অকপট বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কেউ বলেন তিনি অরণ্যদেব, কেউ বলেন তিনি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট। কেউ বলেন তিনি জনগণের বিচারপতি। কেউ বলেন তিনি আইনের এ বি সি ডি-ও জানেন না। কিন্তু তথ্য বলছে, গত ১০ মাসে নিয়োগ ও বদলি সংক্রান্ত ১০টি মামলায় তদন্তভার তিনি সটান তুলে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। তাঁরই নির্দেশে তিন দফায় ১৮৭ জন চাকরিপ্রার্থী দুর্গাপুজোর মুখে শিক্ষক-শিক্ষিকার চাকরি পেতে চলেছেন। বিধাননগরে নিজের ফ্ল্যাটে বসেই সেদিন এবিপি আনন্দের সঙ্গে খোলামেলা আড্ডা দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: Partha Chatterjee: ষড়যন্ত্রের সংজ্ঞা কী ? আদালতে দাঁড়িয়ে প্রশ্ন পার্থর