কলকাতা: নিয়োগপত্রে ব্যবহার করা হয়েছে স্ক্যান করা সই। নিজে কোনও নিয়োগপত্রে সই করেননি বলে আদালতে দাবি করলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। SSC নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। আজ আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। আদালতে পেশ করা হলে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি দাবি করেন,"স্ক্যান করা সই ব্যবহার করা হয়েছে। নিজে কোনও নিয়োগপত্রে স্বাক্ষর করিনি।'' নিয়োগপত্র দিত স্কুল সার্ভিস কমিশন, আদালতে দাবি কল্যাণময়ের। "আমি কোনও পরীক্ষা নিইনি, ইন্টারভিউ নিইনি, নিয়োগপত্র দিইনি,'' দাবি কল্যাণময়ের।
কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আদালতে পেশ: প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তারপর SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহা, আর এবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। SSC নিয়োগকাণ্ডে আরও এক হেভিওয়েট গ্রেফতারি। গতকাল CBI-এর হাতে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এদিন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের ১২ নম্বর কোর্টে পেশ করা হয়। সূত্রের খবর, সেই কোর্টেই আনা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। দুজনকে পাশাপাশি বসে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়, খবর সূত্রের। এরপর শুরু হয় নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের দাবি, "নিয়োগপত্রে ব্যবহার করা হয়েছে স্ক্যান করা সই। নিজে কোনও নিয়োগপত্রে সই করিনি।
গতকাল নিজাম প্যালেসে টানা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর, তাঁকে গ্রেফতার করে CBI। এরপর সন্ধেতে গ্রেফতার। এর আগে, গত ১০ অগাস্ট SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও ও প্রাক্তন সচিব অশোক সাহাকে গ্রেফতার করেছিল CBI। এরপর দুই মিডলম্যানকেও গ্রেফতার করে তারা। SSC দুর্নীতির তদন্তে, বৃহস্পতিবার নিজাম প্যালেসে ডাকা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। প্রশাসক ও সভাপতির পদ মিলিয়ে, ১০ বছর মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন তিনি। বেলা ১২ টায় নথিপত্র নিয়ে সিবিআই দফতরে হাজির হন তিনি। শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে তাঁর কী ভূমিকা ছিল? কোনও জায়গা থেকে সুপারিশ আসত? কোনও প্রভাবশালী যোগ ছিল কিনা, সূত্রের খবর, এসব প্রশ্নের উত্তর জানতে চান CBI অফিসার। কিন্তু, সিবিআই সূত্রে দাবি, এ নিয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁকে গ্রেফতার করে CBI।
আরও পড়ুন: Partha Chatterjee : 'আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, এমবিএ, ডক্টরেট', আদালতে জামিন চাইলেন পার্থ