কলকাতা: দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরেই (Kolkata International Airport) ফের নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আমার গলা কেটে দিলেও নরেন্দ্র মোদির কাছে আত্মসমর্পণ করব না'। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক।


'আমার গলা কেটে দিলেও নরেন্দ্র মোদির কাছে আত্মসমর্পণ করব না'


বাংলার বকেয়া মেটানোর দাবিতে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী কর্মী সমর্থকদের নিয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেক। রাজঘাটে ধর্না ঘিরে উত্তেজনা ও কৃষিভবনে ধস্তাধস্তি এই সবই হয়েছে দিল্লি সফরে। তারই মধ্যে ফের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করেছে ইডি। এই সবমিলিয়ে ফের বিজেপিকে কাঠগড়ায় তুললেন অভিষেক। 


বুধবার কলকাতায় ফিরে অভিষেক বলেন, 'আমার আর তদন্তকারী সংস্থার মধ্যে কী চিঠির আদানপ্রদান হয়েছে সেটা শুভেন্দু অধিকারী ট্যুইট করে জানাচ্ছেন। এর একটা সিবিআই বা ইডি তদন্ত হোক না। তারা রাজনৈতিকভাবে লড়তে পারছে না। আর বিজেপি যদি ভাবে আমার মা, আমার বাবা, আমার স্ত্রীকে ডেকে, আমাকে ডেকে, আমাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখবে, আমার গলা কেটে দিলেও 'জয় বাংলা'ই বের হবে। নরেন্দ্র মোদির কাছে আমি আত্মসমর্পণ করব না। তাঁর যা জেদ, আমার তার দশ গুণ জেদ। নরেন্দ্র মোদির জেদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রেখে তাঁকে আত্মসমর্পণ করাও, আর আমার জেদ মাথা উঁচু করে তোমার দিল্লিতে গিয়ে আন্দোলন তৈরি করে মানুষের অধিকার, বাংলার অধিকার, তোমার চোখের সামনে আমরা ছিনিয়ে আনব। তোমার ক্ষমতা থাকলে তুমি আটকাবে। আমি বলেছিলাম না, পারলে আটকাও, ৩ তারিখ যাব, ৪ তারিখ যাব। কোনও তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না। ভারতের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। যাঁদের অধীনে এই তদন্তকারী সংস্থা। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে চ্যালেঞ্জ করছি। আগামী দিনে এই লড়াই তীব্রতর হবে, এটা মানুষের লড়াই, তোমাদের ক্ষমতা থাকলে আটকাও। ৩-৪ আটকাতে পারোনি, আগামী দিনেও আটকাতে পারবে না।' 'পারলে আটকান', প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে আগামী দিনে আরও তীব্র লড়াইয়ের হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 


আরও পড়ুন: Howrah News: DVC-র জল ছাড়ায় বন্যার আশঙ্কা আমতায়, ডাকা হল NDRF-কে


অন্যদিকে, ৯ অক্টোবর অভিষেককে ইডির সমন থাকলেও কি পিছিয়ে যেতে পারে হাজিরা? ১২ তারিখের মধ্যে অভিষেককে সম্পত্তি সংক্রান্ত নথি পেশের প্রস্তাব, কাল হাইকোর্টে অবস্থান জানাবে ইডি, তার পরেই রায় দানের সম্ভাবনা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial