কলকাতা : পশ্চিমবঙ্গের রাজ্যপালের নতুন প্রধান সচিব হচ্ছেন IAS অফিসার নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। যিনি এর আগে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে সচিবের দায়িত্ব সামলেছেন। জগদীপ ধনকড় রাজ্যপাল হওয়ার পর থেকে, নানা ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের টানাপোড়েন লেগেই ছিল। তিনি এখন উপরাষ্ট্রপতি।
এবার নতুন রাজ্যপালের সঙ্গে যাতে রাজ্য সরকারের সংঘাত না তৈরি হয়, কাজের ক্ষেত্রে যাতে নবান্ন এবং রাজভবনের সমন্বয় বজায় থাকে, সেজন্যই নন্দিনী চক্রবর্তীর মতো দুঁদে IAS অফিসারকে রাজ্যপালের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হল বলে নবান্নের আমলাদের একটি মহলের ধারণা। অন্যদিকে, এতদিন রাজ্যপালের অতিরিক্ত প্রধান সচিব পদে থাকা সুনীলকুমার গুপ্ত এবার উপরাষ্ট্রপতির সচিব হচ্ছেন। পশ্চিমবঙ্গের ১৯৯৪ ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের সচিবের কাজ দক্ষতার সঙ্গে সামলেছেন।
কিছুদিন আগেই ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) । তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) । যিনি ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে গত মাসেই নির্বাচিত হয়েছেন ।
বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে বিরাট ব্যবধানে পিছনে ফেলে উপরাষ্ট্রপতি পদে জয়ী হন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির তাঁকে মনোনীত করেছিল । বিরোধীদের তরফে প্রার্থী করা হয় মার্গারেট আলভাকে । বড় ব্যবধানে মার্গারেটকে পরাজিত করেন ধনকড়। ৭২৫টি ভোটের মধ্যে ৫২৮টি তাঁর পক্ষে গিয়েছিল । মার্গারেটের সমর্থনে ভোট পড়েছিল মাত্র ১৮২টি। ১৫টি ভোট অবৈধ ঘোষিত হয়। ১০ অগাস্ট উপরাষ্ট্রপতি হিসাবে বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হয়। বৃহস্পতিবার পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ধনকড়।
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকলেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ( Kunal Ghosh ) বলেছিলেন, ‘জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) আদি বিজেপি নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) ফ্যান।’ যা নিয়ে সিপিএম সরাসরি অভিযোগ করে, তৃণমূল-বিজেপি আঁতাঁত করেই জগদীপ ধনকড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়। গত ১৩ জুলাই পাহাড়ে যান জগদীপ ধনকড়। বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্য সরকারকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন। তারপর সমতল থেকে পাহাড়ে উঠে রাজভবনে পৌঁছন। পাহাড়ে আগে থেকেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দার্জিলিংয়ের রাজভবনে মুখ্যমন্ত্রীকে চা খাওয়ার আমন্ত্রণ জানান জগদীপ ধনকড়।
আরও পড়ুন- শুভেন্দু, সেলিম সহ ১৭ বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা