পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বেআইনি চোলাই তৈরির (Illegal Distilled Liquor Ingredient Recovery) বিপুল সামগ্রী উদ্ধার করলেন আবগারি দফতরের আধিকারিকরা। বাঁকুড়ার (Bankura News) ডুমুরজুড়ি গ্রামে অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে। বেআইনি চোলাই তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতারও করা হয় বলে খবর।


আর যা...
ধৃত দুজনকে আজ বাঁকুড়া আদালতে পেশ করা হবে বলেও আবগারি দফতর সূত্রে খবর। বাঁকুড়ায় বেআইনি চোলাইয়ের রমরমা রুখতে অতীতেও একাধিক অভিযান চালিয়েছেন আবগারির দফতরের আধিকারিকরা। শুক্রবার, আবগারি দফতরের ছাতনা ও বাঁকুড়া সদর সার্কেলের আবগারি দফতরের আধিকারিকরা বিশেষ সূত্রে খবর পেয়ে ডুমুরজুড়ি গ্রামে হানা দেন। অভিযোগ,  সেখানে বেআইনি চোলাই মদ তৈরির মূল উপকরণ, প্রায় ১৫০০ লিটার 'ফারমেন্টেড লিকার', ২১০ লিটার চোলাই ও অন্যান্য সামগ্রীর হদিস পাওয়া যায়। সব উপকরণ বাজেয়াপ্ত করেন আবগারি দফতরের আধিকারিকরা। বেআইনি ভাবে চোলাই মদ তৈরি ও তা বিক্রির অভিযোগে যে দুজনেক গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম তাপস মণ্ডল ও মানস গঙ্গোপাধ্য়ায় বলে আবগারি দফতর সূত্রে খবর। এই ধরনের বেআইনি চোলাই মদ উদ্ধারের ঘটনা ঘটেছে আগেও। গত বছর মার্চ মাসে যেমন বাঁকুড়া সদর থানার জামবনি এলাকা থেকে রথীন মণ্ডল নামে এক চোলাই ব্যবসায়ীকে গ্রেফতার করে সদর আবগারি সার্কেল। তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। 


আর যা...
এখানেই শেষ নয়। যেদিন, জামবনি এলাকা থেকে রথীন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল, একই দিনে আরও একাধিক জায়গায় অভিযান চালায় আবগারি দফতর। তালিকায় ছিল গঙ্গাজলঘাটি থানা এলাকার রাজামেলা, নবগ্রাম-সহ বেশ কিছু এলাকা। বিশেষ সূত্রে খবর পেয়ে এই জায়গাগুলিতে অভিযান চালায় ছাতনা আবগারি সার্কেল। সেখান থেকেও প্রায় সাড়ে ৭০০ লিটার চোলাই মদ ও ৩০ লিটার চোলাই তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করে আবগারি দফতর। এই অভিযানের আগে, ২০২২ সালের জুলাই মাসেও বড়সড় একটি অভিযান চলে। সে বার পুলিশকে নিয়ে ছাতনা থানার কেন্দবেদিয়া গ্রামে হানা দিয়েছিলেন আবগারি দফতরের আধিকারিকরা। একের পর এক চোলাইয়ের ঠেকে অভিযান চালিয়ে মদ তৈরির উপকরণ ও বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করে দেওয়া হয়। উদ্ধার বিপুল পরিমাণ চোলাই মদও। আবগারির দফতরের আধিকারিকদের তরফে স্পষ্ট বার্তা ছিল, এই ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। 


আরও পড়ুন:দাঁইহাট পুরপ্রধানের অপসারণ দাবি, ফিরহাদকে চিঠি তৃণমূলেরই ১১ জন বিক্ষুব্ধ কাউন্সিলরের