রাণা দাস, দাঁইহাট : পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাট পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল। পুর প্রধান প্রদীপ রায়ের অপসারণ চেয়ে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে চিঠি দিলেন তৃণমূলেরই ১১ জন বিক্ষুব্ধ কাউন্সিলর। তাঁদের অভিযোগ, সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া পুর প্রধান কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্য়বহার করেন। লোকসভা ভোটের ফলাফলে দাঁইহাট পুর এলাকায় পিছিয়ে তৃণমূল। পুর প্রধান প্রদীপ রায়কে না সরালে ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও দাঁইহাট পুর এলাকায় দলের পরাজয় হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের বিক্ষুব্ধ কাউন্সিলররা। যদিও জেলা তৃণমূল সভাপতির দাবি তাঁকে কিছু জানানো হয়নি। Demand of Dainhat Munisipality chairman Pradip Roy's Removal


দাঁইহাট পুরসভার ১৪ জন কাউন্সিলর। এর আগে ১১ জন কাউন্সিলর গত ১৩ জুন পুরপ্রধান প্রদীপ রায়ের অপসারণের দাবিতে চিঠি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। তবে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, তাঁকে কিছু জানানো হয়নি।


এরপর গতকাল ১১ জন বিক্ষুব্ধ কাউন্সিলর মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে অপসারণের দাবি করেন চেয়ারম্যানের, এমনই দাবি দাঁইহাট পুরসভার ভাইস চেয়ারম্যান অজিত ব্যানার্জির।


দাঁইহাটে মজবুত সংগঠন রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। শুধু তা-ই নয়, গত পৌরভোটে এখানকার ১৪টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন। কিন্তু, লোকসভা ভেটে এখানে আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল। এখানকার প্রায় ৯টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তারা। এই পরিস্থিতিতে তৃণমূলের প্রতি মানুষ আস্থা হারাচ্ছেন বলে চিঠিতে দাবি করছেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। 


তাঁদের অভিযোগ, পৌরপ্রধানের ঔদাসিন্য এবং অন্যান্য সদস্যদের গুরুত্ব না দিয়ে ও তাঁদের অন্ধকারে রেখে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন পৌরপ্রধান। এর ফল, পৌরপ্রধানের সঙ্গে তাঁদের সমন্বয়ের অভাব দিয়েছে। ফলে, তাঁরা এলাকায় উন্নয়ন করতে পারছেন না এবং তার জেরে মানুষ তৃণমূলের প্রতি আস্থা হারাচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলি তাঁদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ। 


তাই তাঁরা ২০২৬-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে উন্নয়নের 'হাতিয়ারকে' শক্তিশালী করতে চান । বিক্ষুব্ধ কাউন্সিলররা চান, অন্য কাউকে পৌরপ্রধানের দায়িত্বভার দেওয়া হোক। তাহলেই তৃণমূল পুনরায় দাঁইহাটবাসীর আস্থা পুনরায় ফিরে পাবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।