মুম্বই: ঘরের মাঠে তিন ম্য়াচের টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশের লজ্জা। এমনিতেও টেস্ট সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হল ২৪ বছর পর। বেঙ্গালুরু, পুণের পর এবার মুম্বই টেস্টেও হার। ওয়াংখেড়েতে কিউয়ি বিপ্লব। স্টেডিয়াম থেকে কিছুটা দূরেই টিভির পর্দায় চোখ রেখেছিলেন তিনি। এমন লজ্জার হার যে দেখতে হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি সচিন তেন্ডুলকর। 


ভারতের হারের পর নিজের সোশ্য়াল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটারদের ক্রিকেটীয় দক্ষতা নিয়েই রীতিমত প্রশ্ন তুলে দিলেন মাস্টার ব্লাস্টার। যদিও শুভমন গিল ও ঋষভ পন্থের প্রশংসা শোনা গিয়েছে সচিনের মুখে। নিজের সোশ্য়াল মিডিয়ায় সচিন ম্য়াচের পর লিখেছেন, ''ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হার সত্যিই ভীষণ হতাশার, লজ্জার। আমাদের পর্যালোচনা করার দরকার রয়েছে। এটা কি অনুশীলনের অভাব? এটা কি পর্যাপ্ত প্রস্তুতি ম্য়াচ না খেলার কারণ? এটা কি ভুল শট নির্বাচনের ফল? এই নিয়ে কিন্তু ভাবতেই হবে।''


 






এরপর সচিন আরও লেখেন, ''মুম্বই টেস্টে প্রথম ইনিংসে শুভমন দারুণ ব্যাটিং করেছে। দ্বিতীয় ইনিংসে পন্থ এককথায় অনবদ্য। এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এই পিচে যেভাবে খেলল পন্থ, তার কোনও তুলনাই হয় না। ও প্রশংসা দাবি রাখে। তবে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যেভাবে ওরা ভারতে এসে দুর্দান্ত সিরিজ জিতল, তার জন্য় সব কৃতিত্ব ওদের প্রাপ্য।''


উল্লেখ্য, কিউয়িদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর পয়েন্ট টেবিলেও তার প্রভাব পড়েছে। এই সিরিজ় শুরুর আগে ভারতীয় দল এই টেবিলে একেবারে শীর্ষে ছিল। টেস্টের বেস্ট হওয়ার লড়াইয়ে নাগাড়ে তৃতীয়বার নামার জন্য রোহিতরাই ফেভারিট ছিলেন। তবে নাগাড়ে তিন টেস্ট হেরে শীর্ষস্থান থেকে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে চলে এল ভারত। শীর্ষে পৌঁছল লাল বলের ক্রিকেটে তাঁদের পরবর্তী প্রতিপক্ষ তথা গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজ়িদের পয়েন্টের শতকরা ৬২.৫০ শতাংশ। সেখানে ভারতের পয়েন্টের শতকরা কমে দাঁড়াল ৫৮.৩৩।