কলকাতা: সাংগঠনিক কাজে প্রায়শই পাশাপাশি দেখা যায় তাঁদের। কিন্তু রাজ্যের প্রশাসনিক সভা, মঞ্চ পারতপক্ষে এড়িয়েই চলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে (Alipurduar News) তার অন্যথা ঘটতে দেখা গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহ্বানে এই প্রথম সেখানে রাজ্য সরকারের প্রশাসনিক সভামঞ্চে উঠলেন অভিষেক। অল্প সময়ের জন্য হলেও, মমতার পাশে প্রশাসনিক সভায় অভিষেকের এই উপস্থিতিতে নজর কাড়ছে রাজনৈতিক মহলের।  

প্রশাসনিক সভায় অভিষেকের এই উপস্থিতিতে নজর কাড়ছে

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন মমতা। মেঘালয় থেকে ফিরেই প্রশাসনিক সভায় যোগ দেন। মেঘালয়ে তাঁর সঙ্গে ছিলেন অভিষেক। সেখানে দলের শিকড় বিস্তারের যাবতীয় দায়-দায়িত্ব কার্যত একাহাতেই সামলাচ্ছেন তিনি। মেঘালয় থেকে ফিরে এ দিন আলিপুরদুয়ারেও মমতার সঙ্গে হন অভিষেক। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আসীন হওয়ায় প্রশাসনিক সভার মঞ্চে ওঠেননি।  কিছুটা তফাতে দাঁড়িয়েছিলেন। 

কিন্তু মঞ্চে বক্তৃতা করতে উঠে অভিষেকের কথা বলতে শুরু করেন মমতা। বলেন, "আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসেছে। ও মেঘালয় গিয়েছিল আমার সঙ্গে। ওকে বললাম, মঞ্চে আয়। কিন্তু ও বলল, 'না, সরকারের অনুষ্ঠান। আমি রাজনৈতিক লোক, যাব না।' আমি ওকে বললাম, তুই তো সাংসদ, সংসদের সদস্য। ওকে অনুরোধ করছি, একবার এসে মানুষকে নমস্কার করে যাওয়ার। এসেছো যখন, একবার নমস্কার করে নেমে যাও। আমিও এর বিরোধী যে, প্রশাসনিক সভায় রাজনৈতিক লোকেরা কেন থাকবেন! কিন্তু ও সাংসদ, তাই আসতে পারে।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি ভিক্ষে চাওয়ার লোক নই, নিজেদেরটা বুঝে নেব’, বকেয়া নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

এর পরই মঞ্চে উঠে আসেন অভিষেক। সেখানে দলের নেতাদের অভিবাদন জানান। তার পর ঝঁকে দর্শকদের নমস্কার করে মঞ্চ থেকে নেমে যেতে উদ্যত হন। সেই সময় মঞ্চে অভিষেকের বসার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়েন সকলকে। কিন্তু মমতা জানিয়ে দেন, অভিষেক আসতেই চাননি। বসবেন না। নমস্কার করে নেমে যাবেন। সেই মতোই মঞ্চ থেকে নেমে গিয়ে তফাতে গিয়ে দাঁড়ান অভিষেক। 

তৃণমূলের চেয়ারপার্সন মমতার পরই দলে সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক

তৃণমূলের চেয়ারপার্সন মমতার পরই দলে সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক। দলের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বও পেয়েছেন তিনি। তাই দলের বিভিন্ন সভা-মিছিল, সাংগঠনিক কাজে মমতার ঠিক পাশেই দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, বাংলার বাইরে গোয়া, মেঘালয়, ত্রিপুরা, অসমের মাটিতে জোড়াফুল ফোটানোর প্রচেষ্টাও একপ্রকার তাঁর উদ্যোগেই শুরু হয়। মমতার ভ্রাতুষ্পুত্র হিসেবে, অলিখিত ভাবে তাঁকে নেত্রীর উত্তরাধিকার হিসেবেই দেখেন কর্মী-সমর্থকরা। কিন্তু তার পরেও, এ যাবৎ প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে নিজেকে বিরতই রেখেছিলেন অভিষেক। মমতার আহ্বানেই এই প্রথম সেই রীতি ভাঙলেন তিনি।