আলিপুরদুয়ার: প্রাপ্য বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে লাগাতার সংঘাত চলছেই। সেই আবহে এ বার নাম না করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার দাবি, সব জায়গায় ছবি ঝুলছে একজনের। কিন্তু ছবি তাঁদেরই টাঙানো যায়, যাঁরা মানুষের মনের কথা বোঝেন, যাঁদের শ্রদ্ধা করেন মানুষ। 


নাম না করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা


বৃহস্পতিবার আলিপুরদু.য়ারে (Alipurduar News) প্রশাসনিক সভা করেন মমতা । সেখানে হাজির ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর সেই মঞ্চ থেকেই নাম না করে মোদিকে তীব্র কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, "ওবিসি পড়ুয়ারা স্কলারশিপ পায়। টাকা আটকে রেখে পাপ করেছেন। কুকুরের কাজ কুকর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়! আমি কাউকে কুকুর বলছি না। একটি প্রবাদ বলছি মাত্র। প্রবাদের মধ্যে দিয়ে একটাই কথা বলতে চাই, কিছু দিয়ো না। সব বন্ধ করে দাও। কিন্তু নিয়ো-ও না। আর আগামী দিনে যাতে না নিতে পারো, তার ব্যবস্থার জন্যও তৈরি থাকব আমরা।"


আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি ভিক্ষে চাওয়ার লোক নই, নিজেদেরটা বুঝে নেব’, বকেয়া নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার


এর পরই নাম না করে সরাসরি মোদিকে আক্রমণ করেন মমতা। বলেন, "নিয়ে চলে যাবে, আর দেবে না! সব জায়গায় দেখবেন, একটাই মুখ। উনি রেশন দিয়েছেন, উনি বাড়ি দিয়েছেন, উনি খেতে দিয়েছেন। তাহলে মৃত্যু হলেও ওঁর ছবি থাকা উচিত যে, উনি মেরে দিয়েছেন, কোভিড দিয়েছেন, নোটবন্দি করেছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। আরে ছবি সব কথা বলে না! ছবি তাদেরই টাঙানো যায়, যাঁরা মানুষের মনের কথা বোঝেন, মানুষ যাঁদের শ্রদ্ধা করেন, ভালবাসেন, যত্ন করেন।"


প্রাপ্য বকেয়া টাকা নিয়ে দীর্ঘ দিন ধরেই কেন্দ্রের সঙ্গে টানাপোড়েন চলছে বাংলার সরকারের। এ দিনও তা নিয়ে সরব হন মমতা। তাঁর বক্তব্য, "যাদের দিয়ে ১০০ দিনের কাজ করিয়েছো, তাদের প্রাপ্য টাকা দেবে না! বাহ্ বাহ্। রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছো। তোমার টাকা নয়। ওই যে নেতারে এসে বলে, সব দিল কে! তারা নাকি দিয়েছে! কোথা থেকে দিল! আমার ঘরে মাছের তেলেই তেল ভাজা! রাজ্য কর সংগ্রহ করে না। কর সংগ্রহ করে কেন্দ্র। তার ৬০ শতাংশ রাজ্যের প্রাপ্য।" 


কেন্দ্র টাকা না দিলেও, তিনি ভিক্ষে চাইবেন না বলে জানান মমতা


তবে কেন্দ্র টাকা না দিলেও, তিনি ভিক্ষে চাইবেন না বলে জানান মমতা। তাঁর কথায়, "আমি দেখতে চাই এটা কতদিন চলে। আমি ভিক্ষে চাইব না। ভিক্ষে করার লোক নই আমি। ভিক্ষে করতে হলে মানুষের কাছে চাইব। আমার মা, বোন, কৃষক, শ্রমিক, ছাত্র, যৌবনের কাছে চাইব ওদের কাছে নয়। নিজেদেরটা বুঝে নেব আমরা।এর পরও যদি কেন্দ্র না দেয়, আমরা আমাদেরটা বুঝে নেব, কী করে বুঝতে হয়, দেখে নেব। আমরা লড়াই করে দেখিয়ে দেব। মানুষের জন্য লড়াই আমরা করতে পারি। ভিক্ষে চাইব না।"