রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: শীতের রাতে বিধ্বংসী আগুনের ভস্মীভূত যাবতীয় পুঁজি (Jalpaiguri Fire)। পুড়ে ছাই দু'টি বাড়ি এবং একটি দোকান। এতই ভয়ঙ্কর আকার ধারণ করেছিল আগুন যে, নেভানোর জন্য কাছেও ঘেঁষতে পারেননি কেউ। তাতেই ভস্মীভূত হয়ে যায় দোকানঘর এবং দু'টি বাড়ি। এই ঘটনায় কেউ হতাহত হননি বটে, ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় (Jalpaiguri News)। 


কেউ হতাহত হননি বটে, ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়


জলপাইগুড়ির বানারহাট হাটখোলা এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বুধবার গভীর রাতে আশেপাশের বাসিন্দারা প্রথম বার আগুনের কালো ধোঁয়া এবং লেলিহান শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। তবে দমকল এসে পৌঁছনোর আগে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। ়


আরও পড়ুন: Purba Medinipur: পাঁশকুড়ার মঙ্গলদারি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন, ভষ্মীভূত দরকারি নথি ও কাগজপত্র


স্থানীয়রা জানিয়েছেন, আগুন এত ভয়ঙ্কর আকার ধারণ করেছিল যে, কেউ কাছাকাছি যেতে পারছিলেন না। তাও সবরকম চেষ্টা চালানো হচ্ছিল। তার পর ধূপগুড়ি এবং মালবাজার দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়।  প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। কোনও হতাহতের খবর মেলেনি। 


এক দিন আগে মেচেদা স্টেশনের পাশে বস্তিতেও আগুন লাগে


এর আগে, বৃহস্পতিবার মেচেদা রেল স্টেশনের গায়ে অবস্থিত ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। একটি ঝুপড়িতে রান্না হচ্ছিল। সেখান থেকেই আগুন ছড়ায়। একের পর এক ঝুপড়ি আগুনের গ্রাসে চলে যায়। তার মধ্যেই একটিতে ছিলেন এক বাবা ও মেয়ে। তাঁরা অসুস্থ ছিলেন। জ্বলন্ত ঝুপড়িতে আটকে পড়েন, বেরোতে পারেননি। আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁদের। 


সেখানে আগুনের গ্রাসে পর পর ১৫টি ঝুপড়ি চলে যায়। তার মধ্যেই একটিতে ছিলেন ওই বাবা ও মেয়ে। স্থানীয়দের দাবি, ভোরবেলা ঘুমিয়েছিলেন সকলে। চেঁচামেচিতে যখন ঘুম ভাঙে, আগুন অনেকটাই গ্রাস করে ফেলেছে চারিদিক। ওই ঝুপড়িতেও দাউদাউ করে আগুন জ্বলছিল। ফলে ঘুম ভেঙে বাইরে বেরোতে পারেননি বাবা ও মেয়ে। 


বৃহস্পতিবার সকালে আবার সাত সকালে পাঁশকুড়ার মঙ্গলদারি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে (TMC office gets fire) আগুন লেগে যায়। আগুনে ভষ্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়ের মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র (furniture catches fire)। পুড়ে গিয়েছে বহু দরকারি নথি ও কাগজপত্রও (documents get destroyed)। টেবিল, চেয়ার, বেঞ্চ-সহ দুটি সিলিং ফ্যানও পুড়ে যায়।