সনৎ ঝা ও মলয় চক্রবর্তী, দার্জিলিং: পাহাড়ে এবার তৃণমূলের উপর হামলার অভিযোগ। দার্জিলিংয়ের (Darjeeling News) নকশালবাড়িতে (Naxalbari News) তৃণমূল পঞ্চায়েত সদস্য়কে মারধর এবং শাসক দলের শ্রমিক নেতা ও তাঁর মাকে ছুরি মারার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। পুরনো শত্রুতার জেরে হামলা চালানো হয় বলে দাবি তৃণমূলের (TMC)। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি (BJP)।
হামলায় কপাল এবং নাক কেটেছে তৃণমূলের শ্রমিক নেতার
দার্জিলিংয়ের নকশালবাড়ির মারপুরে শাসক দলের শ্রমিক নেতা এবং তাঁর মাকে ছুরি মারার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। হামলায় কপাল এবং নাক কেটেছে তৃণমূলের শ্রমিক নেতার। চোখ এবং মাথায় আঘাত পেয়েছেন তাঁর মা। মা বাঁচাতে গেলে, তিনিও আক্রান্ত হন বলে দাবি আক্রান্ত তৃণমূল নেতা মনোজ শাহের।
নকশালবাড়ির মারপুরে INTTUC-র সভাপতি মনোজ সংবাদমাধ্যমে বলেন, "একটি পুরনো ঝামেলার জেরেই হামলা। বেলগাছির এক বাসিন্দা আমাকে হুমকি দেন। মারধর করা হয় আমাকে। মা আমাকে বাঁচাতে ছুটে আসে। তাতে মাকেও মারধর করা হয়। আমাকেও মারে ওরা। ছুরি দিয়ে আঘাত করা হয়। ১০-১২ জন মিলে হামলা চালায়।"
শুধু মনোজই নন, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুনীল মিজের উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পুরনো শত্রুতার জেরে মনিরাম গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্য়কে মারধর করা হয় বলে অভিযোগ করছে জোড়াফুল শিবির। মণিরাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুনীল বলেন, "রাহুল রায় নামের একটি ছেলে রয়েছে। একটা ঝামেলা হয়েছিল। বেলপুর থেকে মারপুর যাচ্ছিলাম আমি। আমাকে ধরে বেধড়ক মারধর করা হয়। অল্প চোট লেগেছে আমার।"
চোখ এবং মাথায় আঘাত পেয়েছেন তৃণমূলের শ্রমিক নেতার মা
এই হামলার জেরে মনোজের মায়ের একটি চোখ নষ্ট হতে বসেছে বলে জানা গিয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা সহ-সভাপতি দিলীপ বাড়ুই বলেন, "তৃণমূল থেকে অপবাদ দিচ্ছে। আমরাও তদন্ত করে দেখছি। রাজ্যে তৃণমূল সরকার চালাচ্ছে। আমাদের বিজেপি-র কার্যকর্তাদের এখনও এত সাহস হয়নি যে, তৃণমূলের গায়ে হাত দেবে। এটা সম্পূর্ণ মিথ্যা। অপবাদ দেওয়ার চেষ্টা। বিজেপি-র সংগঠন তৈরি হচ্ছে। সেটাই ভাল ভাবে নিচ্ছে না তৃণমূল। নিজেদের মধ্যেই মারপিট করছে ওরা।" এই ঘটনায় নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল।