সুনীত হালদার, হাওড়া: লরির ধাক্কায় মৃত্যু এক যুবকের। বৃহস্পতিবার সকালে হাওড়ার (howrah) বাঁকড়াতে এক যুবক যখন সাইকেল (cycle) চালিয়ে কাজ করতে যাচ্ছিলেন সেই সময় পিছন থেকে একটি লরি (truck) তাঁকে পিষে দেয়। গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরা বন্দি হয়। এরপর লরি চালক লরি নিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে  চম্পট দেওয়ার চেষ্টা করে। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।


গোবরডাঙ্গা থানার গণ দীপায়ন মোড় এলাকায় যশোর রোডের উপর একটি পাথর বোঝাই লরি নিচে পিষ্ট হয়ে যায় এক ১৮ বছরের যুবক। মৃত যুবকের নাম সন্তু বৈদ্য। তাঁর আঠারো বছর বয়স। গাইঘাটা থানার ধরমপুর দু'নম্বর পঞ্চায়েতের ময়না এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্তু বৈদ্য কাজের থেকে বাড়ি ফেরার পথে সাইকেল নিয়ে যশোর রোডে ওঠার সময় পিছন দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরি সন্তুর শরীরের ওপর উঠে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তু বৈদ্যের। ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় গণদিপায়ান মোড় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি অতি সংকীর্ণ রাস্তা হওয়ার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটে যশোর রোডে। যদি রাস্তা সম্প্রসারণ হতো তাহলে হয়তো এই যুবকের প্রাণ যেত না। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় গোবরডাঙ্গা থানার পুলিশ ও হাবড়া থানার পুলিশ। যদিও ঘাতক লরি চালক পলাতক।


তার কয়েকদিন আগে, চিংড়িঘাটায় (Chingrighata) মর্মান্তিক দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয়েছিল এক ২৬ বছরের যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। চলতি মাসে ভাইফোঁটার দিনও এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল কলকাতার (Kolkata) এই এলাকা। পুলিশ সূত্রে খবর, মোটরবাইকের পিছনে বসে কসবা থেকে রুবি হয়ে সেক্টর ফাইভ যাচ্ছিলেন সাগর পাল নামে ওই যুবক।  চিংড়িঘাটার কাছে নির্মীয়মাণ মেট্রো স্টেশনের নীচে সঙ্কীর্ণ রাস্তায় দ্রুতগতিতে আসা একটি ট্রাক মোটরবাইকে ধাক্কা মারে। ধাক্কার কারণে ওই যুবক অনেকটা দূরে ছিটকে পড়েন। যদিও তাঁর মাথায় হেলমেট ছিল। কিন্তু ট্রাকের ওই সজোরে গতির ধাক্কায় মাথা থেকে হেলমেট খুলে যায়। ফুটপাথের ধারে ছিটকে পড়ে মাথায় আঘাত লাগে।  


আরও পড়ুনঃ পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন তিনি ?